মূল চুক্তিপত্রে সই না করায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ, পড়ল একাধিক পোস্টার

ইস্টবেঙ্গল( east bengal) ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, শ্রী সিমেন্টের ( sree cement )দেওয়া ফাইনাল এগ্রিমেন্টে তারা সই করবে না। আর এর জেরে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা তো বটেই, ফুটবল খেলা নিয়ে সংকট তৈরি হয়েছে। কারণ ইনভেস্টোর কোম্পানির থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সই না হলে একটাকাও খরচ করবে না তারা। তাই ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল খেলা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যার কারণে ফুসছে একাধিক সমর্থক। আর এই কারণেই এদিন সকালে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে পড়ল একাধিক পোস্টার এবং গো ব্যাকের স্লোগান। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও বিগত কয়েক দিনে অন্যতম বড় বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে লাল-হলুদ সমর্থকেরা।

মূল চুক্তিতে ক্লাব কর্তারা সই না করায় দীর্ঘদিন ধরে ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এবং পথে কিছু বিক্ষোভ প্রদর্শন করেছে একদল সমর্থক। এবার সেই আঁচ গিয়ে পড়ল ক্লাব তাঁবুর সামনে। মুল এগ্রিমেন্টে সই না করার এবার ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিক্ষোভে নামবে একদল সমর্থক। আগামী ২১ জুলাই অর্থাৎ বুধবার বিকেল তিনটের সময়ে ইস্টবেঙ্গল তাঁবুর সামনে উপস্থিত হবে একাধিক ফ্যান ফোরাম, ক্লাব কর্তারা মূল চুক্তিপত্রে সই না করায় বিক্ষোভে নামবেন তারা । এমনটাই জানান হল এক ফ‍্যান ফোরামের পক্ষ থেকে।

আরও পড়ুন:আবারও ফুটবল মাঠে বর্ণবিদ্বেষীর অভিযোগ, প্রতিবাদ হিসাবে মাঠ ছাড়লেন জার্মানির ফুটবলাররা