অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে উধাও ৬৫ হাজার টাকা!

ফের অনলাইনে প্রতারণা। এবার প্রতারণার শিকার গাঙ্গুলিবাগানের এক তরুণী। অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক রিটার্ন করতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও ৬৫ হাজার টাকা।

একটি নামী শপিং সাইট থেকে অনলাইনে ৮০০ টাকার একটি পোশাক কেনেন ওই তরুণী। অভিযোগ, রিটার্ন করে রিফান্ড করতে গেলে ওই সংস্থার তরফে জানানো হয়, প্রাইস ট্যাগ না থাকায় বদল সম্ভব নয়। এরপরেই ওই সংস্থার তরফে একটি টোল ফ্রি নম্বরে ফোন করতে বলা হয় সমস্যা সমাধানের জন্য। কিন্তু ওই নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করার ফোনটা ডাইভার্ট হয়ে যায়। এরপর অ্যাপ্রুভ্যালের নাম করে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে ফোনের ওপারে থাকা ব্যক্তি। অ্যাপ ডাউনলোড করা মাত্র তরুণীর বাবার অ্যাকাউন্ট এরপরে প্রথমে ১৫ হাজার টাকা এবং পরের দফায় ৫০ হাজার টাকা উধাও হয়ে যায়। গোটা ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে প্রতারিত এই পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন শুরু বাংলাদেশে

Previous articleএবার সারা দেশে দেবাংশুর “খেলা হবে”, লোকসভার আগেই হিন্দি এডিশন
Next articleশ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ধাওয়ান, অভিষেক ম‍্যাচে অর্ধশতরান করলেন ইশান কিষাণ