Friday, August 22, 2025

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি: সাইকেল চালিয়ে সোমবার সংসদে যাবেন তৃণমূল সাংসদরা

Date:

সব কিছু ঠিকঠাক থাকলে সাইকেলে সওয়ার হয়ে বেশির ভাগ তৃণমূল সাংসদরা সোমবার সংসদে যাবেন৷

পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত ৷

সিদ্ধান্ত তো হয়েছে, কিন্তু কোনও সাংসদেরই সাইকেলের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই৷ যারা সাইকেল চালাতে জানেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে ইদানিং তাঁদেরও আর সাইকেল চালানো হয়না৷ তাই আজ রবিবার বিকেলে হবে ‘ট্রায়াল- রান’। এই ‘পরীক্ষায়’ যারা পাশ করবেন, তাঁরাই সোমবার সাইকেলে সওয়ার হবেন৷

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, মৃতের সংখ্যা বেড়ে ২২

প্রসঙ্গত, আগামীকাল, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ঠিক হয়েছে,
সোমবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের অফিসের সামনে থেকে সাইকেল চড়েই সংসদ ভবন যাবেন তৃণমূল সাংসদরা৷ রবিবার বিকেলেই এক সাংসদের বাসভবনের লনে হবে তার ট্রায়াল। দিল্লিতে ঝকঝকে সাইকেল ভাড়া পাওয়া যায়। ভাড়াতেই নেওয়া হবে সাইকেল। কথাও হয়ে গিয়েছে৷ এমন সাইকেল নেওয়া হচ্ছে যাতে তুলনায় বয়স্ক সাংসদদের তা চালাতে কোনও অসুবিধা না হয়। ইতিমধ্যেই সেইসব ভাড়ার সাইকেল পৌঁছে গিয়েছে ওই সাংসদের বাসভবনে৷ বেলা চারটে নাগাদ অন্যান্য সাংসদ চলে আসবেন৷ আর তারপরেই হবে ‘ট্রায়াল-রান’৷ পেট্রোল- ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সাংসদদের এই অভিনব প্রতিবাদ আগামীকাল নজর কাড়বে গোটা দেশের৷

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version