Monday, August 25, 2025

‘বিরোধিতা করলেই ফোনে আড়িপাতা হচ্ছে’, শাহের ইস্তফার দাবিতে সরব অধীর

Date:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) হাতিয়ার করে দেশবাসীর ফোনে আড়ি পাতছে কেন্দ্র। সোমবার এই ইস্যুতেই উত্তাল হয়ে উঠেছে সংসদ(parliament)। কেন্দ্রের(Central) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, সাংবাদিক, বিজ্ঞানী, রাজনৈতিক কর্মী সহ দেশের অন্তত ৩০০ জনের ওপর নজরদারি চালানো হয়েছে এই সফটওয়্যার দিয়ে। এই ফোন ট্যাপিং নিয়েই বিকেলের সাংবাদিক বৈঠক করে ফের একবার কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge) ও অধীর চৌধুরী(Adhir Chaudhary)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) পদত্যাগ দাবি করলেন তাঁরা।

সাংবাদিক বৈঠক করে নিন অধীর চৌধুরী বলেন, খোদ প্রধানমন্ত্রী নিজেই কেন্দ্রের স্বরূপ আমাদের সামনে তুলে ধরেছেন। যে সফটওয়্যার দিয়ে দেশের বিশিষ্ট মানুষের ফোনে আড়িপাতা যায় সেই পেগাসাস কেন্দ্র ব্যবহার করে। এটা সরকারি নথি বলছেন। সরকার নিজেই জানিয়েছে, এনএসও-র ওই সফটওয়্যার সরকার অপরাধ ও জঙ্গি কার্যকলাপ রোধে ব্যবহার করে। তবে একই সঙ্গে পেগাসাস সেই সমস্ত লোকের বিরুদ্ধেও ব্যবহার করা হয় যারা মোদীর জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারেন। মোদির বিরুদ্ধে কথা বলতে সাহস করেন।

এদিন অধীর চৌধুরী জানান, এমন গুরুতর অভিযোগ সংসদে যথেষ্ট গুরুত্ব দিয়েই তোলা হবে। আমাদের স্পষ্ট দাবি পেগাসাস ব্যবহার করার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিতে হবে। এবং সরকারের যদি নীতিবোধ থেকে থাকে তাহলে অমিত শাহের এখনই ইস্তফা দেওয়া উচিত। কার কথায় ফোনে আড়িপাতা হচ্ছে সেটাও স্পষ্ট করা উচিত সরকারের। শাহের পদত্যাগের দাবিতে সরব অধীর চৌধুরীর পাশাপাশি এদিন রাজ্যসভার সংসদ মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের বহু বিশিষ্ট জনের ফোনে আড়িপাতা হচ্ছে। এমনকি কংগ্রেসের রাহুল গান্ধীর ফোনে আড়িপাতা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হওয়া দরকার। তদন্ত হওয়া দরকার এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়েও।

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version