Wednesday, August 27, 2025

শিশুকন্যা পাচারে অভিযুক্ত বাঁকুড়ার স্কুলের অধ্যক্ষ, সঙ্গী শিক্ষিকা! ধৃত সাত

Date:

শিশু পাচারে অভিযুক্ত স্কুলের অধ্যক্ষ, সঙ্গী শিক্ষিকা! চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়ার (Bankura) জওহর নবোদয় বিদ্যালয়ের। গ্রেফতার করা হয়েছে অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়া (Kamal kumar Raroria), স্কুলের শিক্ষিকা-সহ আরও সাতজনকে। ধৃত শিক্ষিকার নাম সুষমা শর্মা (Sushama Sharma)। তিনিও পাচারচক্রে জড়িত বলে অভিযোগ। আট জনের মধ্যে মোট তিন জন মহিলা। অধ্যক্ষ ও এক শিক্ষিকার বাড়ি থেকে মোট পাঁচটি শিশুকন্যা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। শিশুদের ভিন্‌ রাজ্যে পাচারের ছক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শিশু পাচার কাণ্ডে ধৃতদের মধ্যে অধ্যক্ষ-সহ তিন জনকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে ২ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, সাত দিন আগে ন’মাসের একটি শিশুকে নিয়ে আসা হয় দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট মেন গেট এলাকা থেকে। তাকে সুষমার কাছে কমলকুমার বিক্রি করেন বলে অভিযোগ। তদন্তকারীরা জানতে পেরেছেন সুষমা নিঃসন্তান। এ ছাড়া কমলকুমারের বাড়িতেও কয়েকটি শিশু ছিল। সব মিলিয়ে মোট পাঁচ শিশুকে উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট মেন গেট সংলগ্ন কাদা রোডের নিষিদ্ধপল্লি থেকে শিশুদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে এনে পাচার করার পরিকল্পনা ছিল ওই অধ্যক্ষের। কমলকুমার আদতে রাজস্থানের বাসিন্দা। রাজস্থানেও তাঁর শিশু পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান। ধৃতদের মধ্যে রয়েছেন এক চায়ের মালিকও। তিনি ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে লিঙ্কম্যান হিসাবে কাজ করতেন বলে অনুমান।
অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে স্কুলের সামনে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধও করেন স্থানীয়রা। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষকে বাঁকুড়া সদর থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version