Saturday, November 15, 2025

‘বাংলাদেশি কেন ভারতের মন্ত্রী’? নিশীথ ইস্যুতে তোপ ডেরেকের

Date:

‘নিশীথ প্রামাণিক(Nishith Pramanik) ভারতীয় নন, তিনি বাংলাদেশের(Bangladesh) নাগরিক।’ সম্প্রতি এমনটাই দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অসমের কংগ্রেস সাংসদ রিপুন বোরা(Ripun Bora)। এই নাগরিকত্ব ইস্যুতেই এবার ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব বিতর্ক সংসদে উত্থাপন করা হবে বলে সোমবার জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। এর পাশাপাশি রাজ্যসভাতেও তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, ‘উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী একজন বাংলাদেশি।’

সোমবার ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করে নিশীথের নাগরিকত্ব ইস্যুতে ডেরেক ও’ব্রায়েন বলেন, “বাংলাদেশের কোনও নাগরিক ভারতের মন্ত্রী হতে পারেন না আমরা সংসদে এই ইস্যু তুলে ধরব। সংসদে প্রতিমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন তিনি ভারতের নাগরিক নন।” এছাড়াও বাদল অধিবেশন প্রসঙ্গে কেন্দ্রীয় শাসক দলকে তোপ দেগে ডেরেক বলেন, “দেশের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে সরকার কোনরকম আলোচনা চাইছে না। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচনা চেয়ে তৃণমূল নোটিশ দিলেও সরকার আলোচনা থেকে পালাচ্ছে।”

আরও পড়ুন:পরিচয়পর্বে বাধা: ক্ষুব্ধ মোদি বললেন, ‘দলিত- মহিলা মন্ত্রী অনেকের সহ্য হচ্ছে না’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রিপুন বোরার দাবি, বেশ কিছু সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে নিশীথ প্রামাণিক আদতে একজন বাংলাদেশি নাগরিক। মোদী মন্ত্রিসভার কনিষ্ঠতম এই মন্ত্রীর জন্মস্থান হরিনাথপুর। যা বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্গত। শুধু তাই নয়, নিশীথ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে একটি কম্পিউটার কোর্স করতে এসেছিলেন। ভারতে এসে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর দল বদলে বিজেপিতে যোগ দিয়ে তিনি সাংসদ হন। এমনকি নিজের নির্বাচনী হলফনামায় কোচবিহারের ঠিকানা সম্পর্কে ভুয়ো তথ্য করেছেন তিনি। এই ইস্যুতেই এবার কেন্দ্রকে নিশানা করার কৌশল নিয়েছে জোড়া ফুল শিবির।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version