Thursday, August 21, 2025

পরিচয়পর্বে বাধা: ক্ষুব্ধ মোদি বললেন, ‘দলিত- মহিলা মন্ত্রী অনেকের সহ্য হচ্ছে না’

Date:

Share post:

সংসদ অধিবেশনের শুরুতেই দুই কক্ষের প্রবল বিরোধিতার মুখে পড়তে হলো কেন্দ্রীয় সরকারকে(central government)। সোমবার লোকসভাতে তো বটেই রাজ্যসভাতেও প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) যখন নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছেন তখন প্রবল হট্টগোল করতে থাকেন বিরোধীরা(opposition)। এহেন পরিস্থিতিতে চরম বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী বললেন, দেশের মহিলা পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি এবং কৃষকের সন্তানরা মন্ত্রী হয়েছেন এটা অনেকেই সহ্য করতে পারছেন না। আর সেই কারণেই নতুন মন্ত্রীদের পরিচয় পর্বে বাধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:রাতারাতি কোটি টাকার মালিক হলেন রিকশাচালক

কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের পর সোমবার লোকসভায় অধিবেশনের শুরুতে সদ্য মন্ত্রীদের পরিচয় করাতে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তখনই প্রবল হই হট্টগোল শুরু করে বিরোধিতা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বাধ্য হয়েই থামতে হয় প্রধানমন্ত্রীকে এরপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিরোধীদের উদ্দেশ্য করে তোপ দাগেন প্রধানমন্ত্রী। কড়া সুরে বলেন, “আমার ইচ্ছে ছিল মন্ত্রিসভার নতুন সদস্যদের সভায় পরিচয় করিয়ে দেব। আমি ভেবেছিলাম দলিত, আদিবাসী মহিলা, অনগ্রসর (ওবিসি) এবং কৃষক ও গ্রামীণ পরিবারের সন্তানেরা মন্ত্রিসভায় স্থান পাওয়া খুবই আনন্দের বিষয়। কিন্তু দেখছি অনেকেই খুশি নন। সমাজের এই শ্রেণির প্রতিনিধিদের মন্ত্রী হওয়া তাঁরা মেনে নিতে পারছেন না।” প্রসঙ্গত, লোকসভার পাশাপাশি এদিন রাজ্যসভাতেও একই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীদের পরিচয় করানোর চেষ্টা করতেই বিক্ষোভ শুরু করে দেন বিরোধী দলের নেতারা।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...