রাতারাতি কোটি টাকার মালিক হলেন রিকশাচালক

দিন আনতে পান্তা ফুরোয়। মহামারীর প্রকোপে আর্থিক অবস্থায় আরও ভাঁটা পড়েছে। তবে মনে বিশ্বাস ছিল একদিন ঠিক সুদিনের মুখ দেখবেন। শেষমেশ ভাগ্যের চাকা ঘুরলো। আবারও প্রমাণিত হল, মনে বিশ্বাস থাকলে আশা ঠিকই পূরণ হবে। আর তাই হল নদীয়ার তাপস দাসের সঙ্গেও। রাতারাতি কোটিপতি হলেন তিনি।

পেশায় রিকশাচালক নদীয়ার গয়েশপুরের বাসিন্দা তাপস দাস। অভাব-অনটনের সংসার তাঁর। কিন্তু তাও মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন ঠিকই তাঁর ভাগ্যের চাকা ঘুরবে। আর সেই আশাতেই লটারির টিকিট কেটেছিলেন তাপস। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। কিন্তু রবিবার ঘুম ভাঙতেই জানতে পারলেন সত্যিই তিনি কোটি টাকার মালিক হয়েছেন।স্বভাবতই বেজায় খুশি তাপস। আনন্দে আপ্লুত তাপসের দাদার চোখে জল। বললেন,”ভাই খুব কষ্ট করে সংসার চালাত। আমাদের বাবা নেই । আমি চাই ভাই এই টাকা দিয়ে ব্যবসা করুক।”অন্যদিকে তাপসের মা বলেন, এই টাকা কাজে লাগিয়ে অনেক বড় হোক আমার ছেলে।

যদিও লটারির খবর চাউর হতেই তাপসের খোঁজ মেলেনি। তবে তাঁর হাড়ভাঙ্গা খাটুনির যে অবসান হয়েছে তা মনে মনে ভাবছেন তিনি।

Previous articleবঙ্গে ভরাডুবি: পর্যালোচনার সঙ্গে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা জোট নিয়েও!
Next articleস্বামী নায়কদের মত রোমান্টিক নন, অভিযোগ নিয়ে থানায় হাজির নববধূ