Thursday, August 28, 2025

প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ৬৯৬ নম্বর পেয়ে মালদায় প্রথম হয়েছে শুভদীপ কুণ্ডু। উল্লেখ্য এবছর করোনার জেরে পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্সের ভিত্তিতে নম্বর দেওয়া হয়। গোটা রাজ্যের পাশাপাশি মালদহতেও একই নিয়মে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। ৬৯৬ নম্বর পেয়ে মালদার সম্ভবত প্রথম শুভদীপ কুণ্ডু। সে ললিত মোহন হাই স্কুলের ছাত্র। বড় হয়ে চিকিৎসক হতে চায় শুভদীপ। ছয়জন শিক্ষক ছিল তার। শখ বলতে সিনেমা দেখা। এদিকে শুভদীপের এত ভালো রেজাল্টে খুশি তার পরিবার।

এদিন সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ হতেই বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি‌তে। ফল ঘোষণার পরপরই বিভিন্ন স্কুল গুলোতে মার্কশিট দিয়ে দেওয়া হবে।

 

জলপাইগুড়ি‌র আনন্দ মডেল বিদ্যালয় থেকে এবার জেলার সমস্ত স্কুলের অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট বন্টন করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা‌র মধ‍্য দিয়ে জেলার ২০০-র বেশি স্কুল কর্তৃপক্ষের হাতে সমস্ত প‍্যাকেট তুলে দেওয়া হয়। দুপুরের আগে থেকেই ছাত্র‌ছাত্রীদের অভিভাবকদের হাতে অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার ব‍্যবস্থা করে স্কুল‌গুলো।

করোনা পরিস্থিতির জন্য এবছর মাধ্যমিক পরীক্ষা না হ‌ওয়া‌য় সমস্ত ছাত্রছাত্রীকেই মাধ্যমিকে উত্তীর্ণ করা হয়। রাজ্যে এবারের মাধ্যমিক পরিক্ষার্থী ১২ লক্ষ, পাশের হার ১০০ শতাং, তাছাড়াও কোনো পরিক্ষার্থী নম্বরে অসন্তোষ মনে হলে পরিক্ষার বসারও সুযোগের ব্যবস্থা করা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version