Friday, November 14, 2025

চাঁদা তোলা নিয়ে বিরোধ,  বন্ধ মালদহ-নালাগোলা বেসরকারি বাস 

Date:

Share post:

চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে মালদহ-নালাগোলা রুটে বেসরকারি বাস বন্ধ হয়ে গেল। চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে রাজ্যের শাসকদলের মালদহের শ্রমিক সংগঠনের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এখন কার্যত দুটি ভাগে বিভক্ত । মালদা নালাগোলা রুটে বাস সার্ভিসে সেই ছবিটাই ধরা পড়েছে। এই নিয়ে বাস শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে নেতাদের কয়েকজনের বিরুদ্ধে। ফলে গত দুইদিন ধরে মালদা নালাগোলা রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

ওই রুটের পরিবহণ শ্রমিকরা আই এন টি টি ইউসি সদস্যপদ সংগ্রহ করেছেন। তারা হবিবপুর ব্লকে ইউনিয়নে নিজেদের চাঁদাও দিয়েছেন। কিন্তু মালদা শহরের আইএনটিটিইউসি শ্রমিক নেতাদের বক্তব্য, ওই শ্রমিকদের আবারো চাঁদা দিতে হবে, সেটা মালদা শহরে। যদিও সংগঠনের জেলা সভাপতি জানিয়ে দিয়েছেন, এই জেলায় তৃণমূলের একটি শ্রমিক সংগঠন রয়েছে যার নাম অতুল চন্দ্র মার্কেট বাস মিনিবাস তৃণমূল শ্রমিক ইউনিয়ন। যার অন্তর্ভুক্ত গাজোল বামন গোলা রতুয়া চাচোল ব্লকের শাখা সংগঠন রয়েছে। হবিবপুর ব্লকে কোনরকম সংগঠন নেই। কিছু অসাধু ব্যক্তি দলের নাম কি বদনাম করার জন্য এই সমস্ত জঘন্য কাজ করছে। বাস বন্ধ করে রাখা একবারই ঠিক করেনি। আমি এই বিষয়ে প্রশাসনকে বলব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য।

এই বিষয়ে মালদা জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সৌম্য প্রসাদ ঘোষ জানান, ঘটনায় মালিকপক্ষ কোনও রকম দায়ী নয়। মালিকপক্ষ সব সময়ই বাস চলাচল স্বাভাবিক রাখতে চায়। আমরা যতটুকু জানতে পেরেছি শ্রমিক সংগঠনের নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল এর জেরেই এই রকম ঘটনা ঘটেছে। আমরা তাদের সঙ্গে বাস চলাচলের বিষয়ে কথা বলব।

 

 

 

spot_img

Related articles

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...