Tuesday, January 13, 2026

চাঁদা তোলা নিয়ে বিরোধ,  বন্ধ মালদহ-নালাগোলা বেসরকারি বাস 

Date:

Share post:

চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে মালদহ-নালাগোলা রুটে বেসরকারি বাস বন্ধ হয়ে গেল। চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে রাজ্যের শাসকদলের মালদহের শ্রমিক সংগঠনের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এখন কার্যত দুটি ভাগে বিভক্ত । মালদা নালাগোলা রুটে বাস সার্ভিসে সেই ছবিটাই ধরা পড়েছে। এই নিয়ে বাস শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে নেতাদের কয়েকজনের বিরুদ্ধে। ফলে গত দুইদিন ধরে মালদা নালাগোলা রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

ওই রুটের পরিবহণ শ্রমিকরা আই এন টি টি ইউসি সদস্যপদ সংগ্রহ করেছেন। তারা হবিবপুর ব্লকে ইউনিয়নে নিজেদের চাঁদাও দিয়েছেন। কিন্তু মালদা শহরের আইএনটিটিইউসি শ্রমিক নেতাদের বক্তব্য, ওই শ্রমিকদের আবারো চাঁদা দিতে হবে, সেটা মালদা শহরে। যদিও সংগঠনের জেলা সভাপতি জানিয়ে দিয়েছেন, এই জেলায় তৃণমূলের একটি শ্রমিক সংগঠন রয়েছে যার নাম অতুল চন্দ্র মার্কেট বাস মিনিবাস তৃণমূল শ্রমিক ইউনিয়ন। যার অন্তর্ভুক্ত গাজোল বামন গোলা রতুয়া চাচোল ব্লকের শাখা সংগঠন রয়েছে। হবিবপুর ব্লকে কোনরকম সংগঠন নেই। কিছু অসাধু ব্যক্তি দলের নাম কি বদনাম করার জন্য এই সমস্ত জঘন্য কাজ করছে। বাস বন্ধ করে রাখা একবারই ঠিক করেনি। আমি এই বিষয়ে প্রশাসনকে বলব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য।

এই বিষয়ে মালদা জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সৌম্য প্রসাদ ঘোষ জানান, ঘটনায় মালিকপক্ষ কোনও রকম দায়ী নয়। মালিকপক্ষ সব সময়ই বাস চলাচল স্বাভাবিক রাখতে চায়। আমরা যতটুকু জানতে পেরেছি শ্রমিক সংগঠনের নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল এর জেরেই এই রকম ঘটনা ঘটেছে। আমরা তাদের সঙ্গে বাস চলাচলের বিষয়ে কথা বলব।

 

 

 

spot_img

Related articles

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...