Monday, August 25, 2025

চাঁদা তোলা নিয়ে বিরোধ,  বন্ধ মালদহ-নালাগোলা বেসরকারি বাস 

Date:

Share post:

চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে মালদহ-নালাগোলা রুটে বেসরকারি বাস বন্ধ হয়ে গেল। চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে রাজ্যের শাসকদলের মালদহের শ্রমিক সংগঠনের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এখন কার্যত দুটি ভাগে বিভক্ত । মালদা নালাগোলা রুটে বাস সার্ভিসে সেই ছবিটাই ধরা পড়েছে। এই নিয়ে বাস শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে নেতাদের কয়েকজনের বিরুদ্ধে। ফলে গত দুইদিন ধরে মালদা নালাগোলা রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

ওই রুটের পরিবহণ শ্রমিকরা আই এন টি টি ইউসি সদস্যপদ সংগ্রহ করেছেন। তারা হবিবপুর ব্লকে ইউনিয়নে নিজেদের চাঁদাও দিয়েছেন। কিন্তু মালদা শহরের আইএনটিটিইউসি শ্রমিক নেতাদের বক্তব্য, ওই শ্রমিকদের আবারো চাঁদা দিতে হবে, সেটা মালদা শহরে। যদিও সংগঠনের জেলা সভাপতি জানিয়ে দিয়েছেন, এই জেলায় তৃণমূলের একটি শ্রমিক সংগঠন রয়েছে যার নাম অতুল চন্দ্র মার্কেট বাস মিনিবাস তৃণমূল শ্রমিক ইউনিয়ন। যার অন্তর্ভুক্ত গাজোল বামন গোলা রতুয়া চাচোল ব্লকের শাখা সংগঠন রয়েছে। হবিবপুর ব্লকে কোনরকম সংগঠন নেই। কিছু অসাধু ব্যক্তি দলের নাম কি বদনাম করার জন্য এই সমস্ত জঘন্য কাজ করছে। বাস বন্ধ করে রাখা একবারই ঠিক করেনি। আমি এই বিষয়ে প্রশাসনকে বলব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য।

এই বিষয়ে মালদা জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সৌম্য প্রসাদ ঘোষ জানান, ঘটনায় মালিকপক্ষ কোনও রকম দায়ী নয়। মালিকপক্ষ সব সময়ই বাস চলাচল স্বাভাবিক রাখতে চায়। আমরা যতটুকু জানতে পেরেছি শ্রমিক সংগঠনের নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল এর জেরেই এই রকম ঘটনা ঘটেছে। আমরা তাদের সঙ্গে বাস চলাচলের বিষয়ে কথা বলব।

 

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...