Saturday, November 15, 2025

আড়িপাতা হয়েছে তাঁর ফোনেও, সুদীপের কাছে সন্দেহ প্রকাশ মমতার

Date:

অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁর ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার। যদিও সেই সন্দেহ তখন খুব একটা গুরুত্ব পায়নি। সম্প্রতি পেগাসাস(Pegasus) রিপোর্টকে কেন্দ্র করে যখন জাতীয় রাজনীতি রীতিমতো উত্তাল, সেই সময় আরও একবার সে কথাই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandyopadhyay) বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর সঙ্গে ফোনে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে এই খবরই প্রকাশ্যে আনলেন তৃণমূল সাংসদ(TMC MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়।

পেগাসাস রিপোর্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের পাশাপাশি অন্তত ৩০০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পেতেছে সরকার। অভিযোগ এমনটাই। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সন্দিহান। গতকাল আমার সঙ্গে কথা হয়েছে ওনার। উনি জানিয়েছেন, আমার ফোনও বহুদিন ধরে ট্যাপ হচ্ছে। সেজন্য ওঁর সঙ্গে ফোনে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন আমাদের। আমরা সেটা অনুসরণ করছি।’ তবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপের বিষয়টি এভাবে প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:এ বার জনসংখ্যা নিয়ন্ত্রণে অসম সরকারের ‘পপুলেশন আর্মি ‘

এদিকে পেগাসাস ইস্যুতে তৃণমূল যে সরকারকে মোটেও ছেড়ে কথা বলবে না মঙ্গলবারই সে কথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন তিনি বলেন, “কোটি কোটি টাকা খরচ করে বিরোধীদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য এটি খুবই উদ্বেগের বিষয়। এই নিয়ে কোনওরকম আপস করা উচিত হবে না।” তৃণমূল সাংসদের স্পষ্ট বক্তব্য, “যতক্ষণ পর্যন্ত পেগাসাস নিয়ে কেন্দ্র আলোচনা করছে এবং যথাযথ উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সংসদের উভয় কক্ষ অচল রাখব।”

 

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version