শুধু অক্সিজেন নয়, কম ছিল সত্য-সংবেদনশীলতা: কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাব ছিল। কিন্তু সেই অভাবে কারও কোনও মৃত্যুর খবর কেন্দ্রের কাছে নেই। মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপলের প্রশ্নের উত্তরে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। এমনকি তিনি এও জানান, কোনও রাজ্য থেকেই অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর খবর কেন্দ্রের কাছে আসেনি। কেন্দ্রের এই দাবিকে কটাক্ষ করে একটি টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে তিনি বলেন, “শুধুমাত্র অক্সিজেনের যোগান কম ছিল না। সংবেদনশীলতা এবং সত্যের গুরুতর অভাব তখনও ছিল, আজও আছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লি উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছ। কিন্তু আজ রাজ্যসভায় ভারতী প্রবীণ পাওয়ারের দাবি করেন, “অতিমারিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মৃত্যুর পরিসংখ্যান-সহ যাবতীয় তথ্য কেন্দ্রের কাছে রয়েছে। তবে অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর কথা কেউই জানায়নি।”   তবে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের চাহিদা বিপুল বেড়ে গিয়েছিল।

Previous articleএবার শীতলকুচিকাণ্ডে জিজ্ঞাসাবাদ ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জকে
Next articleশুভেন্দুর দেহরক্ষীর মৃত্যুর তদন্তে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ কাঁথি থানার তৎকালীন আইসি-কে