Saturday, August 23, 2025

২০২৪-এর লোকসভা নির্বাচনকে( election) নজর রেখে এবার বড় পরিসরে ২১ জুলাই(21 July) পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আর সেই লক্ষ্যে বাংলা তো বটেই দেশের কোনায় কোনায় দিদির ভাষণ পৌঁছে দিতে প্রস্তুতি সেরে ফেলেছেন তৃণমূলের(TMC) কর্মীরা। দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা, তামিলনাড়ুতেও এবার ভার্চুয়ালি ভাষণ দিতে দেখা যাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। বুধবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে।

আরও পড়ুন:আজ ২১ জুলাই  ভার্চুয়াল সমাবেশে মমতার বক্তব্য শুনবেন কয়েক কোটি মানুষ

দিল্লির তৃণমূল অফিসের সামনে এদিন বিশাল জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে উপস্থিত থাকছেন তৃণমূলের সাংসদদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের সাংসদরাও। প্রস্তুতি সেরে ফেলা হয়েছে উত্তর প্রদেশেও। এই রাজ্যের তৃণমূল সভাপতি নীরজ রায় জানান, উত্তরপ্রদেশের যতটা সম্ভব বেশি এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ব্লক থেকে শুরু করে বহু গ্রামেও মমতার ভাষণ শোনানো হবে। সেজন্য যতটা বেশি সংখ্যক জায়ান্ট স্ক্রিনও লাগানোর চেষ্টা হয়েছে। লখনউ ছাড়াও উত্তরপ্রদেশের মির্জাপুর, বারাণসী, আজমগড়, বরেলিতে ২১ জুলাই কর্মসূচি পালন করা হচ্ছে। বাদ নেই গুজরাট- ত্রিপুরাও এই সমস্ত রাজ্য গুলিতেও জায়গায় জায়গায় লাগানো হয়েছে বিশাল জায়ান্ট স্ক্রিন। যার মাধ্যমে বাংলা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে পারবেন এখানকার জনগণ।

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version