Wednesday, August 27, 2025

“ফোন ট্যাপিং” নিয়ে নাম না করে “গদ্দার” শুভেন্দুকে একহাত নিলেন মমত

Date:

একুশের মঞ্চ থেকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে “গদ্দার” আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ”নির্বাচন পেরিয়ে এসে অনেক শিক্ষা পেয়েছি। যারা গদ্দারি করেছে, সেই গদ্দারদের মনে রাখবেন। অনেক গদ্দার আছে মুখে বড় বড় কথা বলছে। আবার ফোন ট্যাপিংয়ের কথাও বলছে।”

 

এখানেই থেমে থাকেননি মমতা। হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, গদ্দারদের মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে। বিজেপি পার্টিতেই সব গদ্দারদের জন্ম হয়। ভালো লোকেদের জন্ম হয় না। কারণ, ওরা সভ্যতা জানে না। সংস্কৃতি জানে না। এভাবেই ওরা সবার মুখ বন্ধ করে দেয়।”

 

একুশের মঞ্চ থেকে ”পেগাসাস”-কে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কেলেঙ্কারির বিরুদ্ধে বিজেপি বিরোধী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর কথায়, “ভোটের আমি, পিকে, অভিষেক বসে মিটিং করেছি। ওরা রেকর্ডিং করে নিয়েছে। মিটিংয়ে অডিও ছিল। ভিডিও ছিল না। সভায় কী আলোচনা করেছি পেগাসাসে পুরো রেকর্ডিং করে নিয়ে নিয়েছে। জীবনভর এভাবেই ভোটে লড়বেন, জনতা ভোট দেবে, এত সোজা নয়!”

 

উল্লেখ্য, পেগাসাস বিতর্কের মধ্যেই বেফাঁস মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলে বসেন, অভিষেকের অফিসে কাদের মধ্যে কী কথা হয়েছে তার কাছে নাকি সব কল রেকর্ড হয়েছে। তার প্রেক্ষিতেই এদিন ভার্চুয়াল সমাবেশ থেকে নাম না করে গদ্দার বলে শুভেন্দুকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version