Wednesday, November 12, 2025

“ফোন ট্যাপিং” নিয়ে নাম না করে “গদ্দার” শুভেন্দুকে একহাত নিলেন মমত

Date:

একুশের মঞ্চ থেকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে “গদ্দার” আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ”নির্বাচন পেরিয়ে এসে অনেক শিক্ষা পেয়েছি। যারা গদ্দারি করেছে, সেই গদ্দারদের মনে রাখবেন। অনেক গদ্দার আছে মুখে বড় বড় কথা বলছে। আবার ফোন ট্যাপিংয়ের কথাও বলছে।”

 

এখানেই থেমে থাকেননি মমতা। হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, গদ্দারদের মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে। বিজেপি পার্টিতেই সব গদ্দারদের জন্ম হয়। ভালো লোকেদের জন্ম হয় না। কারণ, ওরা সভ্যতা জানে না। সংস্কৃতি জানে না। এভাবেই ওরা সবার মুখ বন্ধ করে দেয়।”

 

একুশের মঞ্চ থেকে ”পেগাসাস”-কে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কেলেঙ্কারির বিরুদ্ধে বিজেপি বিরোধী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর কথায়, “ভোটের আমি, পিকে, অভিষেক বসে মিটিং করেছি। ওরা রেকর্ডিং করে নিয়েছে। মিটিংয়ে অডিও ছিল। ভিডিও ছিল না। সভায় কী আলোচনা করেছি পেগাসাসে পুরো রেকর্ডিং করে নিয়ে নিয়েছে। জীবনভর এভাবেই ভোটে লড়বেন, জনতা ভোট দেবে, এত সোজা নয়!”

 

উল্লেখ্য, পেগাসাস বিতর্কের মধ্যেই বেফাঁস মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলে বসেন, অভিষেকের অফিসে কাদের মধ্যে কী কথা হয়েছে তার কাছে নাকি সব কল রেকর্ড হয়েছে। তার প্রেক্ষিতেই এদিন ভার্চুয়াল সমাবেশ থেকে নাম না করে গদ্দার বলে শুভেন্দুকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী।

 

 

Related articles

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...
Exit mobile version