Wednesday, November 12, 2025

করোনা পরিস্থিতির(covid situation) কারণে গত মে মাস থেকে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন(local train) চলাচল। শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ও নির্দিষ্ট কিছু সংস্থায় কর্মরত কর্মীদের ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া ছিল রেলের তরফে। সে ক্ষেত্রে শুধুমাত্র মান্থলি টিকিটেই যাতায়াতের সুবিধা চালু করেছিল রেল। সম্প্রতি এই নিয়মে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে অন ডিমান্ড(on demand) ব্যবস্থার প্রেক্ষিতে স্টাফ স্টেশন লোকাল ট্রেনে চড়ার অনুমতি পাবেন অন্যান্য ক্ষেত্রের মানুষরাও।

রেল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে শিয়ালদা সহ বেশকিছু স্টেশনে এই পদ্ধতিতে ট্রেনের টিকিট দেওয়ার কাজ শুরু হয়েছে। অন ডিমান্ড ব্যবস্থা বলতে রেলের তরফে জানানো হয়েছে, জরুরী ক্ষেত্রের জন্যই এই সুবিধা পাবেন যাত্রীরা। এক্ষেত্রে যাত্রীদের মান্থলি টিকিট কাটার কোন প্রয়োজন নেই। ফলে জরুরী কাজের জন্য যেদিন যাতায়াত করবেন সেই দিনেরই টিকিট কাটা যাবে। তবে টিকিট বুক করার সময় জানাতে হবে কোথায় কী জরুরী কাজের জন্য যাওয়া হচ্ছে। ট্রেন যাত্রীদের ক্ষোভের মুখে পড়ে অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন ডিমান্ড পদ্ধতি বলতে, কোনও ব্যক্তি যদি কোথাও ওষুধ কিনতে যান, রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চান, বা অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে যেতে চান এই সকল ক্ষেত্রেই দেওয়া হচ্ছে অনুমতি।

আরও পড়ুন:পৈশাচিক: মৃত্যুর পর দানিশের মাথা গাড়ির চাকায় পিষে দেয় তালিবানরা

উল্লেখ্য, গত শনিবার জয়েন্ট পরীক্ষার দিন এডমিট কার্ড দেখিয়ে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি পেয়েছিলেন যাত্রীরা। একইভাবে আগামী ২৩, ২৪, ২৬ ও ৩১ জুলাই রয়েছে রেলের পরীক্ষা। এই দিনগুলিতেও ছাড় পাবেন পরীক্ষার্থীরা।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version