Thursday, August 28, 2025

করোনা পরিস্থিতির(covid situation) কারণে গত মে মাস থেকে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন(local train) চলাচল। শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ও নির্দিষ্ট কিছু সংস্থায় কর্মরত কর্মীদের ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া ছিল রেলের তরফে। সে ক্ষেত্রে শুধুমাত্র মান্থলি টিকিটেই যাতায়াতের সুবিধা চালু করেছিল রেল। সম্প্রতি এই নিয়মে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে অন ডিমান্ড(on demand) ব্যবস্থার প্রেক্ষিতে স্টাফ স্টেশন লোকাল ট্রেনে চড়ার অনুমতি পাবেন অন্যান্য ক্ষেত্রের মানুষরাও।

রেল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে শিয়ালদা সহ বেশকিছু স্টেশনে এই পদ্ধতিতে ট্রেনের টিকিট দেওয়ার কাজ শুরু হয়েছে। অন ডিমান্ড ব্যবস্থা বলতে রেলের তরফে জানানো হয়েছে, জরুরী ক্ষেত্রের জন্যই এই সুবিধা পাবেন যাত্রীরা। এক্ষেত্রে যাত্রীদের মান্থলি টিকিট কাটার কোন প্রয়োজন নেই। ফলে জরুরী কাজের জন্য যেদিন যাতায়াত করবেন সেই দিনেরই টিকিট কাটা যাবে। তবে টিকিট বুক করার সময় জানাতে হবে কোথায় কী জরুরী কাজের জন্য যাওয়া হচ্ছে। ট্রেন যাত্রীদের ক্ষোভের মুখে পড়ে অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন ডিমান্ড পদ্ধতি বলতে, কোনও ব্যক্তি যদি কোথাও ওষুধ কিনতে যান, রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চান, বা অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে যেতে চান এই সকল ক্ষেত্রেই দেওয়া হচ্ছে অনুমতি।

আরও পড়ুন:পৈশাচিক: মৃত্যুর পর দানিশের মাথা গাড়ির চাকায় পিষে দেয় তালিবানরা

উল্লেখ্য, গত শনিবার জয়েন্ট পরীক্ষার দিন এডমিট কার্ড দেখিয়ে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি পেয়েছিলেন যাত্রীরা। একইভাবে আগামী ২৩, ২৪, ২৬ ও ৩১ জুলাই রয়েছে রেলের পরীক্ষা। এই দিনগুলিতেও ছাড় পাবেন পরীক্ষার্থীরা।

 

Related articles

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...
Exit mobile version