জাতীয় নিরাপত্তা বিষয়: পেগাসাস নিয়ে ২৮ জুলাই সংসদীয় কমিটির বৈঠকের ডাক শশীর

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। দেশজুড়ে ভিভিআইপি ব্যক্তিদের ওপর নজরদারি চালানোর ঘটনায় কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। এই ইস্যুতেই আগামী ২৮ জুলাই বুধবার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকের(parliamentary meeting) ডাক দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর(Shashi Tharoor)। নাগরিকদের তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে এই কমিটি। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি, স্বরাষ্ট্রমন্ত্রক-সহ সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানিয়ে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হবে।

বুধবার সংসদীয় কমিটির বৈঠক প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “দেশে একাধিক ফোনের ফরেনসিক পরীক্ষা করে পেগাসাস স্পাইওয়্যারের অস্তিত্ব মিলেছে। পেগাসাস কাণ্ডে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে। যেহেতু এই স্পাইওয়্যার শুধু দেশের সরকারকেই বিক্রি করা হয়, তাই প্রশ্ন উঠছে, কোন সরকার? যদি ভারত সরকার কিছু না-করে থাকে, সে ক্ষেত্রে অন্য কোনও সরকার এই কাজ করেছে। সুতরাং, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার বিষয় জড়িয়ে আছে।”

আরও পড়ুন:“ফোন ট্যাপিং” নিয়ে নাম না করে “গদ্দার” শুভেন্দুকে একহাত নিলেন মমত

উল্লেখ্য, পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাংসদ রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোরের মত দেশের গুরুত্বপূর্ণ প্রায় ৩০০ জনের ফোনে আড়ি পেতেছে কেন্দ্রীয় সরকার। সংসদের বাদল অধিবেশনে এই ইস্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল সংসদ ভবন। যদিও কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও অশ্বিনী বৈষ্ণব বিরোধীদের তোলা অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন।