কথা রাখলেন, ম্যাচিং পোশাকে শশাঙ্কের সঙ্গে কফি ডেটে শ্রীলেখা

কথা দিয়ে কথা রাখতে জানেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। কথা দিয়েছিলেন বুধবার কফি ডেটে যাবেন পশুপ্রেমী তথা রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাভসরের (shasanka bhavsar) সঙ্গে। সেইমতো বুধবার পশুপ্রেমী শশাঙ্কের সঙ্গে অবশেষে কফি ডেটে গেলেন অভিনেত্রী।

পশুপ্রেমী (Animal Lover) শ্রীলেখা আগেই জানিয়েছিলেন, কোনও ব্যাক্তি পথ কুকুরকে দত্তক নিলে তাঁর সঙ্গে বিশেষ সময় কাটালেন তিনি। কথা দিয়েছিলেন কফি ডেটে যাওয়ার। আর যেমন কথা, তেমন কাজ। ধার্য করা দিনে ডেটে গেলেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও মিলল সেই ঝলক। পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লিখলেন, #pawsome ডেট উইথ শশাঙ্ক ভাভসর ( Shasanka Bhavsar)।

বুধবারের এই ডেট নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন শ্রীলেখাও। উৎসাহিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, কী পরে তার ডেটে যাওয়া উচিৎ এমনটা জানতে চেয়ে। অনেকে কমেন্ট ও করেছিলেন। কেউ বলেছিলেন শাড়ি, কেউ বলেছিলেন জিনস টি শার্ট। তবে শ্রীলেখা বাছলেন সাদা শার্ট আর ব্লু জিনস। কাকতালীয়ভাবে শ্রীলেখার পোশাকের সঙ্গে মিলে গেল শশাঙ্কের পোশাকও। শশাঙ্কও পরেছিলেন সাদা রঙের শার্ট ও নীল রঙের জিনস!

আরও পড়ুন- শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্য মৃত্যু তদন্তে এবার একসঙ্গে তলব ৮ পুলিশ কর্মীকে