কেন্দ্রের স্বৈরাচারী শাসক হটানোর ডাক: একুশের সভা সেরে রাতেই দিল্লি গেলেন অভিষেক

দেশে বিজেপি বিরোধী শক্তির মুখ এবার ‘বাংলার মেয়ে’à§· একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি (Bjp) বিরোধী জোট গড়ার ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে স্বৈরাচারী শাসকদের হটানোর ডাক দেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিধানসভা নির্বাচনে বাংলায় সফল হওয়া রণকৌশলেই এবার তিনি দিল্লির দখল করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘দিদির দূত’ হয়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ৷ এবার দিল্লি (Delhi) গেলেন তিনি৷ সংসদে বাদল অধিবেশন চলছে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেকের।

বুধবার, রাতের বিমানেই দিল্লি পৌঁছন অভিষেক৷ দিল্লিতে রয়েছেন প্রশান্ত কিশোরও। আগামী সপ্তাহেই রাজধানী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)৷ তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- অসুস্থ সাধন পাণ্ডে, বাবার বিধানসভায় মেয়ে শ্রেয়ার একুশের শহিদ তর্পণ