ফের বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রী থাকাকালীন তাঁর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক ও রহস্যময় মৃত্যুর তদন্তে এবার তলব করা হল তৎকালীন ওসি সুনয়ন বসুকে। কাঁথি থানার থেকে সমন পাঠিয়ে সুনয়নবাবুকে ডাকা হয়েছে। একইসঙ্গে বয়ানে অসংগতি থাকার জন্য ডাকা হচ্ছে সেই সময় কর্মরত ৮ জন পুলিশ কনস্টেবলকেও।

CID তদন্তে উঠে এসেছে, প্রাক্তন দেহরক্ষীর শুভব্রতর মৃত্যুর সময় এই ৮ পুলিশ কর্মীও শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এঁদের নিতুন করে জেরা করা হলে অনেক অজানা তথ্য উঠে আসতে পারে বলেই মনে করেছেন CID গোয়েন্দারা।

আরও পড়ুন- ইস্টবেঙ্গলের সঙ্কটের দিনে বিধায়ক বেতনের টাকা দিতে চান মদন মিত্র
