Tuesday, May 6, 2025

কলকাতার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বয়কট করতে পারেন ক্ষুব্ধ আইনজীবীরা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট করতে পারেন আইনজীবীদের একাংশ৷  আইনজীবীদের বক্তব্য, অধিকাংশ ক্ষেত্রেই মামলার ঘর বদল হাইকোর্টের নিয়ম মেনে হচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজের ইচ্ছা অনুসারে এজলাস বদল করছেন৷ আইনজীবীদের একাংশের অভিযোগ, এই কাজের পিছনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অন্য উদ্দ্যেশ লুকিয়ে আছে৷
আইনজীবীদের এক জরুরি বৈঠকের শেষে বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ জানান, তাঁরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বিধি  মেনে কাজ করার অনুরোধ জানাবেন।  রাজেশ বিন্দাল যদি সেই অভিযোগের কোনও সুরাহা না করেন,  তাহলে মঙ্গলবার থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট করতে বাধ্য হবেন আইনজীবীরা।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাজকর্ম নিয়ে আগেই  ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি অরিন্দম সিনহা এবং বিচারপতি সব্যসাচী ভট্টচার্য। এখন আইনজীবীদের একটি অংশও প্রতিবাদ জানানো শুরু করেছেন। বিন্দালকে
ঘিরে ক্রমশই অসন্তোষ বাড়ছে আইনজীবী মহলে। আইনজীবীদের বক্তব্য, অধিকাংশ ক্ষেত্রেই মামলার ঘর বদল হাইকোর্টের নিয়ম মেনে হচ্ছে না। বুধবার হাইকোর্টের বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এই নিয়ে ভার্চুয়ালি একটি বৈঠকও করেছেন। সূত্রের খবর, বার অ্যাসোসিয়েশনকে যুক্ত না করেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাজকর্মের বিরোধিতা করে এই বৈঠকের সিদ্ধান্ত নেন হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীদের একাংশ। বৈঠকে স্থির করা হয়, প্রথম চিঠিতে কাজ না হলেও বৃহস্পতিবার ফের দ্বিতীয় চিঠি দেওয়া হবে। দ্বিতীয় চিঠির পরেও যদি সাড়া না দেওয়া হয়, তাহলে শুক্রবার এই আইনজীবীরা ফের বৈঠকে বসবেন। সেই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তাঁরা বিধি মেনে কাজ করার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন। আপতত এমনই পদক্ষেপের সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...