Wednesday, November 12, 2025

শিয়ালদহে মিলছে দৈনিক টিকিট, ক্ষোভ বাড়ছে হাওড়ায়

Date:

Share post:

কলকাতা: রেলের হাওড়া ডিভিশনের নিত্যযাত্রীদের মধ্য ক্ষোভ ক্রমশ বাড়ছে। কারণ স্টাফ স্পেশালে ওঠার ক্ষেত্রে আম জনতার জন্য এখনও কিছু বিধি নিষেধ জারি আছে। কদিন আগেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে স্টাফ স্পেশালে ওঠার জন্য দৈনিক টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে তা শুধু জররি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের জন্যই। এতদিন তারা টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করছিলেন। কিন্তু যাত্রীরা বারবার টিকিটের দাবি জানাচ্ছিলেন। তাদের দাবি মেনে এবার টিকিটের জন্য ছাড়পত্র দিয়েছে রেল। ফলে এখন পরিচয়পত্র দেখিয়ে জরুরি পরিষেবার সঙ্গে যাত্রীরা দৈনিক টিকিট কেটেই রেল ভ্রমণ করতে পারছেন।

এদিকে এই খবর সামনে আসার পরই হাওড়া ডিভিশনেও একই দাবি উঠতে শুরু করেছে। যদিও হাওড়া ডিভিশনে এরই মধ্যে বিশেষ কিছু পেশার সঙ্গে যুক্ত যাত্রীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে মাসিক টিকিট কেটেই ট্রেনে চড়তে পারছেন। এই পরিস্থিতিতে এবার অধিকাংশ স্টেশনেই দৈনিক টিকিট দেওয়ার দাবি উঠছে। এই নিয়ে দু’একটি স্টেশনে এরই মধ্য ছোটখাটো বচসা ও উত্তেজনা তৈরিও হয়েছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, টিকিট দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একান্ত ভাবেই সংশ্লিষ্ট ডিআরএমদের হাতে। তাঁর দাবি, রেলের হিসেবে শিয়ালদহ শাখায় যাত্রী সংখ্যা অনেক বেশি। তাই সেই চাহিদা মাথায় রেখেই দৈনিক টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থা অবিলম্বে হাওড়ায় কি চালু হতে পারে, এ প্রশ্নে তিনি অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন সেটা একান্ত ভাবেই হাওড়া ডিভিশনের ডিআরএমের ওপরই নির্ভর করছে। বৃহস্পতিবার পর্যন্ত হাওড়ায় এই ব্যবস্থা চালু হওয়ার কোনও খবর নেই বলেই তিনি ফোনে জানিয়েছেন। ফলে হাওড়া ডিভিসনের নিত্যযাত্রীদের আপাতত ট্রেনে চড়ার ক্ষেত্রে সমস্যা মিটছে না।

  • Qq
spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...