Sunday, May 18, 2025

শিয়ালদহে মিলছে দৈনিক টিকিট, ক্ষোভ বাড়ছে হাওড়ায়

Date:

Share post:

কলকাতা: রেলের হাওড়া ডিভিশনের নিত্যযাত্রীদের মধ্য ক্ষোভ ক্রমশ বাড়ছে। কারণ স্টাফ স্পেশালে ওঠার ক্ষেত্রে আম জনতার জন্য এখনও কিছু বিধি নিষেধ জারি আছে। কদিন আগেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে স্টাফ স্পেশালে ওঠার জন্য দৈনিক টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে তা শুধু জররি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের জন্যই। এতদিন তারা টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করছিলেন। কিন্তু যাত্রীরা বারবার টিকিটের দাবি জানাচ্ছিলেন। তাদের দাবি মেনে এবার টিকিটের জন্য ছাড়পত্র দিয়েছে রেল। ফলে এখন পরিচয়পত্র দেখিয়ে জরুরি পরিষেবার সঙ্গে যাত্রীরা দৈনিক টিকিট কেটেই রেল ভ্রমণ করতে পারছেন।

এদিকে এই খবর সামনে আসার পরই হাওড়া ডিভিশনেও একই দাবি উঠতে শুরু করেছে। যদিও হাওড়া ডিভিশনে এরই মধ্যে বিশেষ কিছু পেশার সঙ্গে যুক্ত যাত্রীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে মাসিক টিকিট কেটেই ট্রেনে চড়তে পারছেন। এই পরিস্থিতিতে এবার অধিকাংশ স্টেশনেই দৈনিক টিকিট দেওয়ার দাবি উঠছে। এই নিয়ে দু’একটি স্টেশনে এরই মধ্য ছোটখাটো বচসা ও উত্তেজনা তৈরিও হয়েছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, টিকিট দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একান্ত ভাবেই সংশ্লিষ্ট ডিআরএমদের হাতে। তাঁর দাবি, রেলের হিসেবে শিয়ালদহ শাখায় যাত্রী সংখ্যা অনেক বেশি। তাই সেই চাহিদা মাথায় রেখেই দৈনিক টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থা অবিলম্বে হাওড়ায় কি চালু হতে পারে, এ প্রশ্নে তিনি অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন সেটা একান্ত ভাবেই হাওড়া ডিভিশনের ডিআরএমের ওপরই নির্ভর করছে। বৃহস্পতিবার পর্যন্ত হাওড়ায় এই ব্যবস্থা চালু হওয়ার কোনও খবর নেই বলেই তিনি ফোনে জানিয়েছেন। ফলে হাওড়া ডিভিসনের নিত্যযাত্রীদের আপাতত ট্রেনে চড়ার ক্ষেত্রে সমস্যা মিটছে না।

  • Qq
spot_img

Related articles

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...