Saturday, August 23, 2025

আফগানিস্তানে মার্কিন সেনার অনুবাদক(translator) হিসেবে কাজ করা দোভাষী সোহেল পার্দিসের শিরশ্ছেদ করল তালিবান জঙ্গিরা(taliban terrorist)। নিশংস এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন আফগানিস্তানে(Afghanistan) মার্কিন সেনার(American army) হয়ে কাজ করা প্রায় ১৮ হাজার আফগানি।

জানা গিয়েছে, ঈদ উপলক্ষে বোনকে বাড়ি আনতে সোহেল আফগানিস্তানের রাজধানী কাবুল(Kabul) থেকে খোস্ত প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে তালিবান জঙ্গিরা সোহেলের পথ আটকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালিবানরা সোহেলের গাড়ি আটকানোর পর সোহেলকে গাড়ি থেকে রীতিমতো ধাক্কা মেরে বাইরে নিয়ে আসে। এরপর রাস্তাতেই তাঁর শিরচ্ছেদ করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গত ১২ মে। এই ঘটনার একদিন আগেই সোহেল জানিয়েছিলেন, তিনি তালিবানের তরফে খুনের হুমকি পেয়েছেন। ‌

আরও পড়ুন:প্রতিবাদের মধ্যেই শুরু টোকিও অলিম্পিক্স, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা হাতে মনপ্রীতরা

জানা গিয়েছে, মার্কিন সেনা আফগানিস্তানে থাকাকালীন সোহেল মার্কিন সেনার হয়ে অনুবাদকের কাজ করতো। সোহেলের বন্ধু আব্দুল্লাহ আউবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, “সোহেলকে তালিবানরা জানায়, সোহেল নাকি আমেরিকার গুপ্তচর। ফলে তাঁকে এবং তাঁর গোটা পরিবারকে খুন করা হবে।” যদিও গত জুন মাসে তালিবানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, মার্কিন বাহিনী আফগানিস্তানে থাকাকালীন তাদের হয়ে কাজ করা আফগান ব্যক্তিদের কোনওরকম ক্ষতি করা হবে না। তা সত্ত্বেও চলছে এই ধরনের নৃশংস হত্যা। তবে এ প্রসঙ্গে তালিবানের মুখপাত্র সিএনএনকে জানায়, ‘কী ঘটেছে আমি জানি না। তবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটাও ঠিক, কিছু ঘটনা এমন ভাবে দেখানো হচ্ছে যা আদৌ ঘটেনি।’ এদিকে নৃশংস হত্যাকাণ্ডের পর রীতিমতো আতঙ্কিত মার্কিন সেনার হয়ে কাজ করা আফগানিস্তানের বাসিন্দারা।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version