Sunday, August 24, 2025

সুর বদলে শীঘ্রই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইঙ্গিত ইয়েদুরাপ্পার

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও ইস্তফা সংক্রান্ত সম্ভাবনার কথা পুরোপুরি খারিজ করে দিয়েছেন খোদ ইয়েদুরাপ্পার। তবে অবশেষে সুর বদলাবেন প্রবীণ এই বিজেপি নেতা। বৃহস্পতিবার জানিয়ে দিলেন, দল যা সিদ্ধান্ত নেবে সেই নির্দেশ মেনে চলবেন তিনি। ফলস্বরূপ দীর্ঘ জল্পনার পর ইয়েদুরাপ্পার এহেন মন্তব্যে স্পষ্ট এবার হয়তো মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে হতে পারে তাঁকে।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েদুরাপ্পা বলেন, “আগামি ২৬ জুলাই আমাদের সরকারের দু’বছর পূর্ণ হচ্ছে। এরপর জেপি নাড্ডা যা সিদ্ধান্ত নেবেন তা আমি মেনে নেব। সে ক্ষেত্রে অন্য কাউকে জায়গা ছেড়ে আমি সরে যেতে পারি। তবে আমি থাকি বা না থাকি বিজেপিকে ফের কর্নাটকের ক্ষমতায় আনা আমার দায়িত্ব। দলীয় কর্মীদের আমাদের সঙ্গে সহযোগিতার আবেদন জানাই।” পাশাপাশি তিনি আরও বলেন, “যখন নির্দেশ আসবে আমি দায়িত্ব ছেড়ে দেব এবং দলের হয়ে কাজ করে যাব। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার কর্তব্য করে যাব।”

আরও পড়ুন:পেগাসাস : তৃণমূলের পথ ধরে সংসদ চত্বরে বিরোধী-বিক্ষোভ, রাহুল ইস্তফা চান শাহর

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই কর্নাটকের শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে সম্পর্ক টালমাটাল ইয়েদুরাপ্পার। আর ঠিক সেই কারনেই ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার জল্পনা তীব্র হয়ে উঠেছিল। যদিও ইস্তফা সংক্রান্ত বিষয় পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন প্রবীণ ওই বিজেপি নেতা। তবে সম্প্রতি দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর তাঁর গলায় শোনা গেল অন্য সুর।

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...