Sunday, May 4, 2025
রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen) বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করার জেরে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Aswini Baishnav) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিলেন তৃণমূল (Tmc) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লোকসভার কার্যবিধির ২২৩, ২২৬ ও ২২৭ নম্বর ধারায় স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন তিনি। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী অসত্য বিবৃতি পেশ করেছেন এই অভিযোগ তুলেছেন মহুয়া।
প্রসঙ্গত, পেগাসাস আড়িকাণ্ড নিয়ে সরকারের ভূমিকা এড়িয়ে বিরোধী দলগুলির বিরুদ্ধে বিষোদগার করেছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী।
‘অভব্য আচরণের’ অভিযোগ তুলে শান্তনু সেনকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। পালটা প্রতিবাদে নেমেছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। লোকসভার সচিবকে দেওয়া একটি চিঠিতে তিনি লেখেন, ১৯ জুলাই লোকসভায় নিজের ভাষণে অশ্বিনী বৈষ্ণব যা দাবি করেছিলেন তা পুরোপুরি সত্য নয়। বৈষ্ণব ভাষণে বলেছিলেন, “অতীতেও একাধিকবার হোয়াটসঅ্যাপে পেগাসাস নিয়ে একই ধরনের দাবি করা হয়েছিল। এর কোনও সত্যতা নেই, সুপ্রিম কোর্ট-সহ সব দল তা নস্যাৎ করেছে।” কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের এই অংশ সম্পূর্ণ সত্য নয় বলে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন মহুয়া।

Related articles

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...
Exit mobile version