হাই মাদ্রাসার ফল প্রকাশ, পাশের হার একশো শতাংশ

প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের। মাধ্যমিকের মতোই হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলে ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। আজই ওয়েবসাইটে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়েই পরীক্ষার ফলাফল জানা যাবে। হাই মাদ্রাসায় ১ থেকে ১০-এর মধ্যে রয়েছে ৩৫ জন। ৮০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর ৭৯৭।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো এক্ষেত্রেও পরীক্ষা হয়নি বলে মেধাতালিকা প্রকাশ করা হয়নি। তবে কোনও পরীক্ষার্থী যদি বোর্ডের নম্বরে সন্তুষ্ট না হয়ে থাকে, তবে পরীক্ষার্থী বসার জন্য আবেদন জানাতে পারে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই পরীক্ষার দিন ধার্য করা হবে।

পর্ষদ সভাপতি জানান,আগামিকাল প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের হাতে ৯টি কেন্দ্র থেকে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে। এরপর মাদ্রাসা থেকে পরীক্ষার্থীদের অভিভাবককে সেই নথি গ্রহণ করতে হবে।

Previous article‘দিদিকে বলো’-‘দুয়ারে সরকার’-এর ভূয়সী প্রশংসা অমর্ত্য সেনের সংস্থার
Next articleশান্তনু সাসপেন্ড হলে ‘সীমাহীন সুবিধাবাদী’ গ্রেফতার নয় কেন? টুইটে সরব কুণাল