আজ গুরু পূর্ণিমায় একদিনের জন্য খুলল বেলুড় মঠ

আজ গুরু পূর্ণিমা (Guru Purnima)। তাই ভক্তদের কথা মাথায় রেখে শুধু মাত্র একদিনের জন্য খোলা থাকছে বেলুড় মঠ (Belur math will remain open for only 1 day)। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে , গুরু পূর্ণিমা উপলক্ষে এই করোনা আবহের মধ্যেও আজ শনিবার একদিনের খোলা রাখা হচ্ছে বেলুড় মঠের দরজা। মঠ খোলার সময় সকাল সাড়ে ৭টা থেকে ১১টা। আবার বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত। কোভিড বিধি (covid protocol) পুরোপুরি মেনে তবেই ভক্তরা মঠের ভিতরে প্রবেশ করতে পারবেন। শনিবার সকা থেকেই

ভক্তদের ভিড় চোখে পড়েছে বেলুড় মঠের সামনে। ভোর থাকতে সবাই এসে লাইনে দাড়িয়েছেন। মাস্ক (mask) না পরলে মঠের দরজা দিয়ে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানিয়ে দেয়া হয়েছে। তবে এদিন মন্দির দর্শনের অনুমতি থাকলেও করোনা আবহের দরুণ প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা। সারাদিন স্তোত্রপাঠ সংগীতে মন্ত্রোচ্চারণ হবে । ভক্তরা সেখানে যোগ দিতে পারবেন বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে।

 

Previous articleবাংলাদেশ ডেপুটি স্পিকারের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি, নাগরিকত্ব ইস্যুতে ফাঁপড়ে নিশীথ
Next articleবেনজির! মন্ত্রী হওয়ার এক মাসের মধ্যে জন বার্লার বিরুদ্ধে দিল্লির নেতাদের কাছে রিপোর্ট