Monday, November 10, 2025

শিশুপাচারকাণ্ডে মূল অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি, টুইটে তোপ কুণালের

Date:

যতই দিন যাচ্ছে ততই ঘণীভূত হচ্ছে বাঁকুড়ার(bankura) শিশুপাচারকাণ্ডের(human trafficking) রহস্য। কেঁচো খুড়তে বেরিয়ে আসছে কেউটে। পাচারকাণ্ডের জট খুলতে ইতিমধ্যেই তদন্ত ভার হাতে নিয়েছে সিআইডি(CID)। কিন্তু এর শিকড় যে কোথায় লুকিয়ে চলছে তারই সন্ধান।

পাচারকাণ্ডের মূল অভিযুক্ত কালাপাথরের জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমলকুমার বাজোরিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তবে কি এই অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গেই ঘনিষ্ট সম্পর্ক রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের(Subhas Sarkar)? ইতিমধ্যেই অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বিজেপির আয়োজিত একটি অনুষ্ঠানে ওই অধ্যক্ষের হাতে স্মারক তুলে দিচ্ছেন মন্ত্রী।

এই ছবি প্রকাশে আসতেই সরব হয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, “শিশুপাচারে অভিযুক্ত বাঁকুড়ার জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেপ্তার হওয়া কমলকুমার বাজোরিয়াকে কীসের সম্বর্ধনা দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার? ছবিটি নিয়ে বিজেপি চুপ কেন? ছবি নিয়ে এবার কথা হোক।” পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন, ‘খোদ মন্ত্রীর সঙ্গে অভিযুক্তর ছবি থাকার সত্ত্বেও কেন মুখ খুলছে না কেন্দ্রের শাসক দল। বিজেপির ওই মন্ত্রীর প্রকাশ্যে এসে বলা উচিত অভিযুক্তের সঙ্গে তাঁর কী সর্ম্পক।’

বিরোধী মহলে এই ছবি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সরকার পক্ষের আইনজীবী সজল বারিক সাংবাদিকদের জানান অভিযুক্তরা পুলিশি হেফাজতে থাকার সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

 

Related articles

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...
Exit mobile version