Thursday, August 28, 2025

জাতীয়তাবাদের বার্তা দিয়ে টোকিও অলিম্পিকসের যোদ্ধাদের শুভেচ্ছা মোদির

Date:

টোকিও অলিম্পিকসের যোদ্ধাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁদের জন্য ভিক্টরি পাঞ্চ শেয়ার করার অনুরোধ করলেন তিনি ৷ মনে করিয়ে দিলেন আগামীকাল ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস ৷ এই দিবস উদযাপিত হবে অমৃত মহোৎসবে ৷
চলতি  বছর ১২ মার্চ মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম থেকে এই বিশেষ উৎসবের সূচনা হয়েছিল ৷ এবছর দেশের স্বাধীনতার ৭৫ বছর ৷ প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব শুধু সরকারের নয়, কোটি কোটি ভারতীয়ের ৷ তাই এ বছরের স্বাধীনতা দিবসে আরও বেশি মানুষ জাতীয় সঙ্গীত গেয়ে উঠুন ৷ প্রত্যেক ভারতবাসী জাতীয় সঙ্গীত গেয়ে rashtragan.in-এ আপলোড করতে পারেন ৷
একইসঙ্গে গান্ধীজীর ভারত ছাড়ো আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, দেশ যখন পরাধীন ছিল তখন গান্ধীজী ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন। স্বাধীনতার ৭৫ বছরে আমাদের উচিৎ ভারত জোড়ো আন্দোলন করা।
গত দেড় বছর ধরেই ‘মন কি বাত’-এ নিয়মিত করোনা পরিস্থিতি নিয়েও কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। এদিনও অতিমারি (Pandemic) প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। তিনি বলেন, উৎসবের সময়ও আমাদের খেয়াল রাখতে হবে করোনা ভাইরাস এখনও আমাদের মধ্যে থেকে বিদায় নেয়নি। তাই সব সময় কোভিড বিধি মেনে চলাটা একান্তই জরুরি।
স্বাধীনতার আগে ৭ অগস্ট ‘ন্যাশনাল হ্যান্ডলুম ডে’ ৷ এর প্রেক্ষাপটে রয়েছে বিশাল ইতিহাস ৷ ১৯০৫-এ স্বদেশি আন্দোলনে শুরু হয়েছিল খাদির কাপড় ৷ তাই ঐতিহ্যবাহী ৷ দেশবাসী নিজেরাই খাদিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছেন ৷ খাদি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বহু গরিব তাঁতি ৷ যখন কেউ খাদির কাপড় কেনে, তখন সেই টাকা পৌঁছায় লক্ষ লক্ষ মহিলা, লক্ষ তাঁত শিল্পীর কাছে ৷ সে কথাও মনে করিয়ে দিতে ভোলেন নি প্রধানমন্ত্রী ।

 

Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version