ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার, ১২৩ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২.৮৫২.২৭ (⬇️ -০.২৩%)

🔹নিফটি ১৫,৮২৪.৪৫ (⬇️ -০.২০%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫৩ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সুখের সময় দীর্ঘ স্থায়ী হলো না সোমবার ফের বড় ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ১২৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১২৩.৫৩ পয়েন্ট বা -০.২৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫২.৮৫২.২৭। এনএসই নিফটি (NSE Nifty) -৩১.৬০ পয়েন্ট বা -০.২০ শতাংশ নেমে হয়েছে ১৫,৮২৪.৪৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

 

Previous articleশ্যালিকা শমিতা শেট্টিকেও পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজ?
Next articleতৃণমূল ত্রিপুরা যাওয়ার আগেই ভয় পেয়েছে বিজেপি: টুইটে তীব্র আক্রমণ অভিষেকের