গরুপাচারকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, BSF কর্তাদের থেকে টাকা নিতো অভিযুক্ত সুদীপ্ত

গরুপাচারকাণ্ডে (Cow Smuggling Case) চাঞ্চল্যকর মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)সঙ্গে রফা করে দেওয়ার নামে BSF-এর কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে সুদীপ্ত রায়চৌধুরী। এবার তদন্তকারীদের নজরে দুই BSF কর্তা ও দুই IRS (Indian Revenue Service) অফিসাররা। অসমর্থিত সূত্রের খবর, জেরায় সুদীপ্ত জানিয়েছে, BSF কর্তাদের থেকে নেওয়ার একটা বড় অংশ অন্য হাতে দিত সে। এখন প্রশ্ন,কোথায় গেল এত টাকা?

আরও পড়ুন:ফের বাঙালি এভারেস্ট জয়ীর দুর্গম শৃঙ্গজয়, এবার ইউনাম

উল্লেখ্য, রোজভ্যালি কাণ্ডে ((Rose Vally Case) রবিবার ইডির হাতে গ্রেফতার হয় ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। এই ব্যবসায়ীর বিরুদ্ধে বিপুল পরিমাণ বেনামি সম্পত্তির অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর সুদীপ্তর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক চাঞ্চল্যকর নথি পেয়েছেন তদন্তকারীরা।

 

Previous articleমমতার আগেই দিল্লি গিয়ে রণনীতি তৈরি অভিষেকের, আজ সংসদের মিটিং রুমে বৈঠক
Next articleফোন হ্যাকিং নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, রাজ্যে গঠিত হল তদন্ত কমিশন