DSO-এর বিক্ষোভে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও ফি মকুব করার দাবিতে আজ, সোমবার ককেজ স্ট্রিট চত্বরে বিক্ষোভ দেখালো SUCI-এর ছাত্র সংগঠন DSO. আর তাদের এই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা-ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল কলেজ স্ট্রিট এলাকা। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। তৈরি হয় যানজট।

আরও পড়ুন:বুথের বাইরে গোলমালও শাস্তিযোগ্য অপরাধ, ৩২ বছরের পুরনো মামলায় রায় সুপ্রিম কোর্টের

ছাত্র সংগঠন DSO-এর মূল দাবি, স্বাস্থ্যবিধি মেনে এবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। একইসঙ্গে করোনা কালে ভরতি-সহ যাবতীয় ফি মকুব করা হোক। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন বেশ কয়েকজন DSO সমর্থক। এদিন বিক্ষোভে মহিলা সদস্যরাও সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়েন। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

 

Previous articleবুথের বাইরে গোলমালও শাস্তিযোগ্য অপরাধ, ৩২ বছরের পুরনো মামলায় রায় সুপ্রিম কোর্টের
Next articleবিশ্বের দু’নম্বর টেনিস তারকার কাছে আত্মসমর্পণ সুমিতের, ভারতীয়দের দৌড় শেষ