Sunday, November 9, 2025

গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রাম, মন্ত্রী কাঠগড়ায় তুললেন ফারাক্কা ব্যারেজকে 

Date:

Share post:

গঙ্গার ভাঙ্গনে  সর্বস্বান্ত মালদহ। কালিয়াচক-৩ নম্বর ব্লকের বীরনগর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বহু এলাকার।ভীমাগ্রাম এবং লালুটোলা গ্রামের ১৪০ টি বাড়ি ই তিফমধ্যেই গঙ্গা গর্ভে বিলীন। আতঙ্কে বহু মানুষজন নিজেদের উদ্যোগে বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন। এই ভয়াবহ ভাঙনে বৈষ্ণবনগরের মানচিত্র থেকে মুছে যেতে চলেছে বীরনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গোটা বুথ। এই ভাঙন এলাকা পরিদর্শনের পর রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগের তীর ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দিকে। ভাঙ্গনরোধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।দফায় দফায় গঙ্গার বিধ্বংসী ভাঙনে সর্বস্বান্ত বৈষ্ণবনগরের ভীমাগ্রাম ও লালুটোলা।

রবিবারই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জনপথ ও সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৈষ্ণবনগরের মানচিত্র থেকে মুছে যেতে চলেছে বীরনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গোটা বুথ। ভীমা গ্রাম বুথটি গঙ্গা গর্ভে তলিয়ে যেতে বসেছে। ভীমা গ্রাম ও লালুটোলা দুটি গ্রাম মিলিয়ে প্রায় ১৪০টির বেশি বাড়ি গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে। অথচ ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কোনও খেয়াল নেই বলেই অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়দের অভিযোগ, লাগাতার ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দেখা মিলছে না। এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বা অস্থায়ীভাবে রাখার কোনও ব্যবস্থা নেই। আবার নতুন করে ভাঙনে বিপাকে পড়েছে এলাকার মানুষজন। ত্রিপল খাটিয়ে কোনও প্রকারে দিনযাপন করছেন প্রত্যেকে। রবিবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ভাঙন দুর্গত এলাকা পরিদর্শন ও দুঃস্থদের সঙ্গে কথা বলেন। ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের জন্য বীরনগর হাই স্কুল খুলে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। সাবিনা ইয়াসমিন জানান, ‘কয়েক দফা ভাঙনের ফলে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ওই এলাকার মানুষজন। দুঃস্থরা পূনর্বাসনের দাবি তুলেছেন। আমি ব্লক প্রশাসন ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছি খুব শীঘ্রই যেন এলাকায় খাস জমি কোথায় আছে তা খুঁজে বের করে আমাকে রিপোর্ট করে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকেও আমরা অনুরোধ করেছি প্রয়োজনীয় পদক্ষে1প গ্রহণের জন্য।‘

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...