Wednesday, December 3, 2025

গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রাম, মন্ত্রী কাঠগড়ায় তুললেন ফারাক্কা ব্যারেজকে 

Date:

Share post:

গঙ্গার ভাঙ্গনে  সর্বস্বান্ত মালদহ। কালিয়াচক-৩ নম্বর ব্লকের বীরনগর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বহু এলাকার।ভীমাগ্রাম এবং লালুটোলা গ্রামের ১৪০ টি বাড়ি ই তিফমধ্যেই গঙ্গা গর্ভে বিলীন। আতঙ্কে বহু মানুষজন নিজেদের উদ্যোগে বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন। এই ভয়াবহ ভাঙনে বৈষ্ণবনগরের মানচিত্র থেকে মুছে যেতে চলেছে বীরনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গোটা বুথ। এই ভাঙন এলাকা পরিদর্শনের পর রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগের তীর ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দিকে। ভাঙ্গনরোধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।দফায় দফায় গঙ্গার বিধ্বংসী ভাঙনে সর্বস্বান্ত বৈষ্ণবনগরের ভীমাগ্রাম ও লালুটোলা।

রবিবারই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জনপথ ও সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৈষ্ণবনগরের মানচিত্র থেকে মুছে যেতে চলেছে বীরনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গোটা বুথ। ভীমা গ্রাম বুথটি গঙ্গা গর্ভে তলিয়ে যেতে বসেছে। ভীমা গ্রাম ও লালুটোলা দুটি গ্রাম মিলিয়ে প্রায় ১৪০টির বেশি বাড়ি গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে। অথচ ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কোনও খেয়াল নেই বলেই অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়দের অভিযোগ, লাগাতার ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দেখা মিলছে না। এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বা অস্থায়ীভাবে রাখার কোনও ব্যবস্থা নেই। আবার নতুন করে ভাঙনে বিপাকে পড়েছে এলাকার মানুষজন। ত্রিপল খাটিয়ে কোনও প্রকারে দিনযাপন করছেন প্রত্যেকে। রবিবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ভাঙন দুর্গত এলাকা পরিদর্শন ও দুঃস্থদের সঙ্গে কথা বলেন। ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের জন্য বীরনগর হাই স্কুল খুলে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। সাবিনা ইয়াসমিন জানান, ‘কয়েক দফা ভাঙনের ফলে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ওই এলাকার মানুষজন। দুঃস্থরা পূনর্বাসনের দাবি তুলেছেন। আমি ব্লক প্রশাসন ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছি খুব শীঘ্রই যেন এলাকায় খাস জমি কোথায় আছে তা খুঁজে বের করে আমাকে রিপোর্ট করে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকেও আমরা অনুরোধ করেছি প্রয়োজনীয় পদক্ষে1প গ্রহণের জন্য।‘

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...