শহরে ফের পর্নকাণ্ডের ছায়া! সল্টলেকের পর এবার নিউটাউন। ফেসবুকে আলাপ হওয়ার পর মডেলিংয়ে টোপ দিয়ে এক মহিলার অশ্লীল ভিডিও শ্যুট করে বিভিন্ন পর্ন সাইটে আপলোড করে দেওয়ার অভিযোগ।

অভিযোগ, বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে আপত্তিকর ছবি তুলে পর্ন সাইটে আপলোড করে দেওয়া হতো। গত মার্চ মাসে এই ভিডিও শ্যুট করা হয় বলেই জানিয়েছেন অভিযোগকারিণী। তিনি জানিয়েছেন, একটি হোটেলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে এবং চাপ দিয়ে তাঁকে দিয়ে আপত্তিকর ভিডিও তোলা হয়েছিল। পরে সেই সব ভিডিও বিভিন্ন পর্ন সাইটে আপলোড করে দেওয়া হয়।

রবিবার নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, নিউটাউনের একটি হোটেলে এই ভিডিও শ্যুট করা হতো। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন- মিজোরাম সীমান্তে সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত অসমের ৬ পুলিশকর্মী

