পুরনো বাড়ি ভেঙে আহত ১। সোমবার, গিরিশ পার্কে (Girish Park) এলাকার একটি শতাব্দী প্রাচীন বাড়ির অংশ ভেঙে পড়ে। আহত হন 1জন। আটকে পড়েন ৩ জন। পাঁচঘণ্টারচেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাস্থলে যায় গিরিশ পার্ক থানার পুলিশ (Police)। বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল গিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে।

বিস্তারিত আসছে..
