Saturday, May 3, 2025

কৃষকদের সমর্থনে ট্রাক্টর চেপে সংসদের পথে রাহুল, ৩ আইনের বিরোধিতায় সরব

Date:

ট্রাক্টর চালাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। আর সেই ট্রাক্টরে সওয়ার হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা(ranadeep Singh surjewala), দীপেন্দ্র হুড্ডার মতো নেতারা। সাতসকালে দিল্লির রাস্তায় দেখা গেলো এই ছবি। সোমবার সকালে ট্রাক্টরে চেপেই সংসদ(parliament) ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন রাহুল গান্ধী। কৃষকদের সমর্থনে ৩ কৃষি আইনের বিরুদ্ধে রাহুলের এহেন প্রতিবাদ দেখল গোটা দেশ।

কৃষকের স্বার্থবিরোধী কেন্দ্রের কালা আইন প্রত্যাহারের দাবিতে সোমবার কৃষকদের সমর্থনে একাধিক পোস্টারসহ ট্রাক্টরে করে সংসদ ভবনের দিকে রওনা দেন রাহুল গান্ধী ও বেশ কয়েকজন কংগ্রেস নেতা। দাবি তোলা হয়, অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি কংগ্রেসের তরফে আরো জানানো হয়, এই আইন শুধুমাত্র স্বার্থান্বেষী কিছু শিল্পপতির সুবিধার্তে আনা হয়েছে। যদিও কংগ্রেসের এই প্রতিবাদে বাদ সাধে দিল্লি পুলিশ। বিজয়চক এলাকায় কংগ্রেস নেতার ওই ট্রাক্টর আটকে দেওয়া হয় পুলিশের তরফে। শুধু তাই নয়, ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয় কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে। পাশাপাশি সংসদ ভবনেও ৩ কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিরোমনি আকালি দলের সাংসদরা।

আরও পড়ুন:ইতিহাস সৃষ্টি করেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভবানী দেবী

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে বিগত কয়েক মাস ধরে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন করেছেন দেশের কৃষকরা। কেন্দ্রের আইন আসলে কৃষকের স্বার্থবিরোধী এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে অনড় সরকার পিছু হটতে নারাজ। এহেন পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের আগে ফের বড়সড় আন্দোলনে নামার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে দেশের কৃষকরা। তার আগেই এদিন কৃষকদের সমর্থনে ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনের রওনা দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন কৃষকদের পাশেই রয়েছে বিরোধীরা।

 

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version