Sunday, November 16, 2025

পর্ন -কাণ্ড : ফের জেরার মুখে শিল্পা শেট্টি , তাঁর ফোন ক্লোন করা হতে পারে

Date:

শিল্পা শেট্টির (Bollywood actress Shilpa Shetty) বয়ানে সন্তুষ্ট নন মুম্বই পুলিশের (Mumbai police crime branch) অপরাধ দমন শাখার অফিসাররা। তাই পর্ন-কাণ্ডে (pornographic video) ফের পুলিশের জেলার মুখোমুখি হতে পারেন রাজ কুন্দ্রার (Raj Kundra) স্ত্রী তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার স্ত্রীর ফোনের ক্লোনিং (phone clone) করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার পরেই দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে তলব করা হবে। কিন্তু কেনো হঠাৎ ফোন ক্লোন? জানা গিয়েছে, শিল্পার মোবাইলের ফোন কল ফোন ক্লোন করার অর্থ, শিল্পার ফোনের যাবতীয় তথ্য চলে আসবে তদন্তকারীদের হাতে। সেই সঙ্গে শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কি না, কিংবা তাঁর ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা-ও তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা। অর্থাৎ শুধু রাজই নন, তদন্তকারীরা যে শিল্পাকেও সহজে ছাড়তে চাইছেন না, তা এক প্রকার স্পষ্ট গোয়েন্দাদের বক্তব্য থেকে। সুতরাং শিল্পা যতই রাজকে নির্দোষ বলে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করুন। কিংবা পর্ন-কাণ্ডে মুখ বন্ধ রাখার চেষ্টা করুন সহজে তিনি ছাড় পাচ্ছেন না।

এদিকে গত শুক্রবারই শিল্পাকে টানা ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ। রাজের অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিয়ো আপলোড হত, সেসব বিষয় তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছিলেন শিল্পা। অভিনেত্রী বলেছিলেন, ওই অ্যাপের সঙ্গে তাঁর প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন যোগাযোগ নেই নেই। একই সঙ্গে নিজের স্বামীর পক্ষে তাঁর যুক্তি ছিল, যৌন উত্তেজক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলেই দাবি করেন শিল্পা। মুম্বই পুলিশ জানিয়েছিল, শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেন শুক্রবার।

রাজ কুন্দ্রা গ্রেফতারের পর রাজ এবং শিল্পার বাড়িতে ইতিমধ্যেই দু’বার তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। রাজকে সঙ্গে নিয়েই আধিকারিকরা বাড়িতে তল্লাশি চালিয়ে ছিলেন। বহু খোঁজাখুঁজির পর একটি গুপ্ত আলমারি পেয়েছেন অফিসাররা। যেখানে বেশ কিছু নতুন পর্ন সিরিজের চিত্রনাট্য পাওয়া গিয়েছে। তা ছাড়াও তদন্তকারীদের দাবি, ওই গুপ্ত আলমারি থেকে অঢেল প্রাপ্ত বয়স্কদের ছবি ও ভিডিয়ো উদ্ধার করা হয়েছে। তদন্তকারী অফিসারেরা সন্দেহ করছেন, রাজ ধরা পড়ার পরও তাঁর সংস্থা পর্ন ছবি বানানোর কাজ সন্তর্পনে চালিয়ে যাচ্ছিল। সেগুলি নিয়ে এসে ওই আলমারিতে লুকিয়ে রাখা হয়েছিল।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version