Thursday, August 28, 2025

বেতন বা পেনশন পাওয়ার জন্য এবার আর সোমবার পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। কারণ এবার থেকে শনি ও রবিবারেও অ্যাকাউন্টে ঢুকবে বেতন ও পেনশন। আগামী ১ অগস্ট থেকে এমন ব্যবস্থাই কার্যকর হতে চলেছে। গতকাল, শুক্রবার এমনটাই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

শুধুমাত্র বেতন- পেনশন নয়,এ বার থেকে যাবতীয় ব্যাঙ্কিং ট্রান্সফার, যেমন ইএমআই পেমেন্ট সক্রিয় থাকবে ২৪x৭, যা শুরু হচ্ছে আগামী ১ অগস্ট থেকে। এই পরিষেবা এ বার মিলবে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা।
ন্যাশানাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ নামের এই মেকানিজমের ফলেই সপ্তাহের প্রত্যেক দিন টাকা লেনদেন হবে। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, “RTGS যাতে সর্বক্ষণ চালু থাকে এবং গ্রাহকদের সুবিধার্থে NACH অগস্ট মাস থেকে সপ্তাহান্তেও চালু থাকবে”। এতদিন NACH শুধুমাত্র ব্যাঙ্কের কার্যদিবস অর্থাৎ সোমবার থেকে শুক্রবার চলত।
আরবিআই গভর্নর ঘোষণা করেছেন, গ্রাহকের সুবিধা ও পরিষেবা আরও উন্নত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (RTGS)-এর সুবিধা ২৪x৭ যাতে পাওয়া যায়, সেই লক্ষ্যেই আগামী ১ অগস্ট থেকে সপ্তাহের সব দিনই পাওয়া যাবে।

এই NACH চালায় ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। NACH হল একটি বাল্ক পেমেন্ট সিস্টেম। এর সাহায্যে ডিভিডেন্ট, বেতন, সুদ, পেনশনের মতো নানান টাকার লেনদেন সম্পন্ন হয়। এছাড়াও, ইলেক্ট্রিসিটি, টেলিফোন, গ্যাস, লোণের ইএমআই, জল, মিউচুয়াল ফান্ড, বিমার প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রেও এই সিস্টেম বিশেষ কার্যকর।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version