ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবি, নাহলে ১২, ১৩ অগাস্ট ধর্মঘটের ডাক দিল অ্যাসোসিয়েশন

পেট্রোল-ডিজেলের (price hike of petrol diesel) দাম রোজই বাড়ছে । এই অবস্থায় ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস মালিক সংগঠনগুলি। ভাড়া বাড়িয়ে দিয়েছে ওলা, উবেরের মত অ্যাপ ক্যাবগুলি। এবার ভাড়া বাড়ানোর দাবি তুলল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন(Bengal taxi association)।অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে ভাড়া না বাড়ালে কলকাতায় ফের ট্যাক্সি ধর্মঘট ডাকা হবে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, তাদের দাবি মত ভাড়া না বাড়ালে আগামী ১২ o ১৩ অগাস্ট মহানগর জুড়ে ট্যাক্সি ধর্মঘট হবে।

অ্যাসোসিয়েশনের দাবি, নতুন ভাড়া অনুযায়ী ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৫০ টাকা। তারপর প্রতি কিলোমিটারে ভাড়া করতে হবে ২৫ টাকা।

 

ট্যাক্সি সংগঠনের দাবি এই ভাড়া বৃদ্ধির দাবি মোটেই অযৌক্তিক নয় । ভাড়াবৃদ্ধির এই প্রস্তাব যুক্তিসঙ্গত। করোনাকালে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তারা ট্যাক্সিতে উঠলে ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা করার দাবি জানিয়েছে। তারপর প্রতি কিলোমিটারে ২৫ টাকা করে বাড়বে।

Previous articleসুষ্ঠুভাবে সংসদ চালাতে সুদীপকে ফোন রাজনাথের, পাল্টা পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি
Next articleশহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ, পার্কসার্কাস থেকে ধৃত ১১