Friday, August 22, 2025

সুষ্ঠুভাবে সংসদ চালাতে সুদীপকে ফোন রাজনাথের, পাল্টা পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি

Date:

সংসদের বাদল অধিবেশন(monsoon session) শুরু হলেও বিরোধীদের প্রবল বিক্ষোভের প্রতিবাদে মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। পেগাসাস ও কৃষি আইনকে কেন্দ্র করে সংসদের তুমুল বিক্ষোভ শুরু করেছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এহেন পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালাতে লোকসভায় তৃণমূলের(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে(Sudip Banerjee) ফোন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তবে রাজনাথকে ফোনের ওপার থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, পেগাসাস ইস্যুতে সংসদের অন্দরে আলোচনা চায় তৃণমূল।

বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভা। এই পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালানো অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে শাসক দলের কাছে। ফলস্বরূপ বিরোধীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়ে এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফোনে তিনি অনুরোধ করেন, বিরোধিতা যেন সুষ্ঠুভাবে সংসদ চালাতে সহযোগিতা করে। তবে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের মৌনতায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের তরফে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল সংসদে এই ইস্যুতে আলোচনা চায় তৃণমূল। কেন্দ্র বিরোধীদের দাবি না মানলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন:“যন্ত্রণা ছিল, যোগাযোগ রাখত”, বিজেপি যুব নেতার মৃত্যুতে শোকপ্রকাশ কুণালের

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে হাতিয়ার করে দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ফোনে আঁড়িপাতার। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে দেশের বিরোধী দলগুলি। দাবি তোলা হয়েছে সংসদে এই ইস্যুতে আলোচনার। যদিও বিরোধীদের এই দাবিকে কানেই তোলেনি কেন্দ্র। ফলস্বরূপ লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতবি হতে দেখা গিয়েছে সংসদ অধিবেশন। মঙ্গলবারও অধিবেশন শুরুতে বিরোধীদের হই হট্টগোলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে। তিনি বলেন, “সংবাদমাধ্যম দেখে আমি যা বুঝতে পারছি, সংসদের একটা অংশ সুষ্ঠু ভাবে অধিবেশন চালাতে দিতে চায় না। সংসদ জনগণের ই্যস্যু নিয়ে আলোচনা করার জায়গা।”

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version