কোয়ার্টার ফাইনালে ভারতীয় বক্সার পূজা রানি

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় বক্সার পূজা রানি( pooja rani)।এদিন তিনি হারালেন আলজেরিয়ার ইচরাক চাইবকে। ৭৫ কেজি বিভাগে জিতলেন পূজা রানি। খেলার ফল ৫-০।

পুরো ম্যাচ জুড়ে এদিন দাপট দেখিয়েছেন  ভারতীয় এই বক্সার। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে নিলেন পূজা। আর এর ফলে অলিম্পিকে পদকজয় থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে জয় পেলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করে সেমি ফাইনালে যাবেন পূজা রানি। শনিবার কোয়ার্টার ফাইনালে চিনের লি কিয়ানের বিরুদ্ধে খেলবেন পূজা।

আরও পড়ুন:তিরন্দাজিতে প্রি-কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী, গ্রুপ পর্বের ম‍্যাচে হার প্রণীতের