Tuesday, November 11, 2025

সংসদের অন্দরেও এবার ‘খেলা হবে’ স্লোগান তুলল তৃণমূল

Date:

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের(TMC) অন্যতম হিট স্লোগান ‘খেলা হবে'(khela hobe) এবার পৌঁছে গেল সংসদের(parliament) অন্দরে। বুধবার অধিবেশন শুরুর পর বিরোধীদের বিক্ষোভ শুরু হতেই ওয়েলে নেমে খেলা হবে স্লোগান তোলেন তৃণমূলের সাংসদরা। তবে সংসদের অন্দরে এভাবে দলীয় শ্লোগান তোলার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপি(BJP) সাংসদরা। যদিও সেসবকে বিশেষ পাত্তা দিতে একেবারেই নারাজ ঘাসফুল শিবির।

২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ভিন রাজ্যে সংগঠন তৈরিতে কোমর বাঁধছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উত্তরপ্রদেশ, ত্রিপুরাসহ একাধিক রাজ্যে সংগঠন তৈরি করছে তারা। আর এই সকল রাজ্যের ব্যবহৃত হচ্ছে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’। স্লোগানে স্লোগানে উজ্জীবিত দলের কর্মী সমর্থকরা। এরই মাঝে এদিন সংসদের অন্দরেও স্লোগান উঠলো “খেলা হবে”। উল্লেখ্য, এর আগে রাজ্যে বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের বিক্ষোভের মাঝে তৃণমূল বিধায়কের ‘খেলা হবে’ স্লোগান দিতে দেখা যায়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন ‘খেলা হবে দিবস’। আগামী ১৬ আগস্ট গোটা রাজ্য জুড়ে এই খেলা হবে দিবস পালন করা হবে। ওই দিন রাজ্যের ক্লাবগুলিকে দেওয়া হবে ১০টি করে ‘জয়ী’ বল।

এদিকে দেশজুড়ে খেলা হবে স্লোগান ছড়িয়ে পড়ার প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা দেশে খেলা হবে স্লোগান ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল। এর অন্যতম কারণ মূলত বঙ্গ নির্বাচনে খেলা হবে স্লোগানে ভর করে আকাশছোঁয়া সাফল্য পেয়েছে ঘাসফুল শিবির। আর সেই পথ ধরেই ২৪-এর লোকসভা নির্বাচনেও এই স্লোগানকে তুলে ধরে দিল্লি দখল করতে মরিয়া বঙ্গের শাসক দল।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version