নিম্নচাপের বৃষ্টি কলকাতা ও আশপাশে, দক্ষিণবঙ্গ জুড়ে কমলা-হলুদ সতর্কতা জারি

নিম্নচাপের জেরে রাজ্যে ফের সক্রিয় বর্ষা। জুলাইয়ের (July) শেষে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আলিপুর (Alipur) আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সূচক কমলা ও হলুদ (Orange and Yellow) সতর্কতা জারি করা হয়েছে। খরাপ আবহাওয়ারজন্য সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের বুধ ও বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে সেটি। তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে কলকাতা এবং দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। নিম্পচাপটি ক্রমশ শক্তি বাড়ানোর ফলে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৩০ জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির মতো উপকূলীয় এলাকায় ৭-২০ সেমি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়ায় তার থেকেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। ওই এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ দিকে হলুদ সতর্কতা জারি থাকছে কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।

 

Previous articleগত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৫৮ জনের
Next articleতিরন্দাজিতে প্রি-কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী, গ্রুপ পর্বের ম‍্যাচে হার প্রণীতের