চুক্তিজট কাটাতে এবার উদ্যোগ ইস্টবেঙ্গল ক্লাবের( eastbengal)। লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের ( sree cement )সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য, প্রাক্তন সচিব তথা বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে দায়িত্ব দিলেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার।

বৃহস্পতিবার কার্যকারী সমিতির এক জরুরি সভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় লাল-হলুদের পক্ষ থেকে। এদিন ইস্টবেঙ্গল কর্তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। যেখানে বলা হয়,” ইনভেস্টোর কোম্পানি সঙ্গে ক্লাবের চলতি জটিলতা কাটাতে দায়িত্ব তুলে দেওয়া হল প্রাক্তন সচিব তথা বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে।”
ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার চুক্তি নিয়ে সমস্যা চলছে অনেকদিন ধরেই। মূল চুক্তিপত্রে সমস্যা থাকায় সই করতে নারাজ লাল-হলুদ কর্তারা। এবার সেই সমস্যার সমাধান করতেই উদ্যোগ নিল ইস্টবেঙ্গল ক্লাব।

আরও পড়ুন:আইএফএর বৈঠকে এসসি ইস্টবেঙ্গলের সিইও, কলকাতা লিগ খেলা নিয়ে জল্পনা তুঙ্গে
