Sunday, November 16, 2025

কয়েক দিন আগেই কলকাতায় নীল ছবি কাণ্ডের হদিশ মেলে। নিউটাউনের এক যুবতীকে দিয়ে জোর করে পর্ন শুট করানোর অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তবে ৭২ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হল নীল ছবি চক্রের মূল দুই অভিযুক্তকে। বুধবার সন্ধ্যায় দমদম সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষকে৷
আজ, বৃহস্পতিবার তাদের বারাসাত কোর্টে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ দু’জনেই কো-অর্ডিনেটরের কাজ করত৷ আজ আদালতে দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ৷

অভিযোগকারিণী জানিয়েছেন, যে তিনি ভেবেছিলেন বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে মডেলিংয়ের সুযোগ পাবেন। এরপরেই ফটোগ্রাফারের ফাঁদে পা দিয়েছিলেন নিউটাউনের যুবতী। শেষমেশ এখন মাথা খুঁড়ছেন সেই সিদ্ধান্তের জন্য। ২৬ জুলাই তিনি ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে জোর করে পর্নোগ্রাফি ভিডিও শুট করানোর অভিযোগ করেন।

ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। হঠাৎই এক ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় জমে ওঠে ওই যুবতীর। এরপরই সুযোগ বুঝে তাঁকে ফটোশ্যুটের প্রস্তাব দেয় সেই ফটোগ্রাফার। ততদিনে বন্ধুত্ব গড়ে ওঠায় আর বারণ করতে পারেননি সেই যুবতী। পা দিয়ে ফেলেন ফাঁদে৷ কথা মতো নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে গিয়েই জানতে পারেন, মডেলিং নয়। তাঁকে নগ্ন ফটোশ্যুট করতে হবে। তখন আর ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
পাঁচতারা হোটেলটির আটতলার ঘরে নিয়ে গিয়ে জোর করে পর্ন শ্যুট করানো হয় তাঁকে দিয়ে৷
এই পর্যন্ত সবঠিকঠাক ছিল। এরপরই হঠাৎ একদিন ওই যুবতী জানতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ছবি, ভিডিও। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি৷ নিউটাউন থানায় ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ।

পাঁচতারা হোটেলের ম্যানেজার থেকে শুরু করে নিরাপত্তাকর্মী, সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ আধিকারিকরা৷ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন৷ যে ওয়েবসাইটে ভিডিওগুলি আপলোড করা হয়েছিল, সেটি কারা পরিচালনা করছিল তাও জানার চেষ্টা করে পুলিশ৷
জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । দেখা যায় মূল সংযোগরক্ষাকারের কাজ করত মৈনাক ও নন্দিতা। এরপরই দুজনের ওপর নজরদারি চালাতে থাকে পুলিশ । শেষপর্যন্ত তিনদিনের মাথায় তাদের গ্রেফতার করা হয় ।

 

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version