Wednesday, December 24, 2025

যোগী-মোদির রাজ্যে প্রচারে তৃণমূলের বার্তা হাতিয়ার মমতার

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় থেকেই আগামী লোকসভা নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। উত্তরপ্রদেশের বারাণসী থেকে লোকসভায় মমতাকে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বিজেপি। সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই একই সুর বুধবার নয়াদিল্লিতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।বুধবার বিকেলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন তিনি । তার আগে দুপুরে দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে।
বিজেপিকে যে এক ইঞ্চিও জমি ছেড়ে দেওয়া হবে না তা স্পষ্ট করে দেন তৃণমূলনেত্রী। কথা প্রসঙ্গে উঠে আসে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। যা হাতিয়ার করে উত্তরপ্রদেশে প্রচার শুরু করেছে সমাজবাদী পার্টি। সমগ্র দেশে প্রচারের জন্য হিন্দিতেও ওই গান তৈরি হচ্ছে। যা নিয়ে এদিন মমতা বলেছেন, বাংলার পরে এবার সারা দেশেই খেলা হবে।
তৃণমূল সুপ্রিমো কি রাজনৈতিক প্রচারে বারাণসীতে যাবেন? এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন যাব না? আমি অবশ্যই বারাণসীতে যাব।

 

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...