জনপ্রিয়তায় শীর্ষে প্রধানমন্ত্রী মোদি, টুইটারে ফলোয়ার ছাড়াল ৭ কোটি

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রধান হিসাবে বিভিন্ন বিষয়েই টুইট করেন তিনি৷ এবার টুইটারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ফলোয়ার (Followers) সংখ্যা ছাড়াল ৭০ মিলিয়ন অর্থাৎ ৭ কোটিতে। এই মুহূর্তে বিশ্বের আর কোনও রাজনৈতিক নেতা তাঁর ধারেকাছে নেই।

২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রথম টুইটার অ্যাকাউন্ট খোলেন মোদি। এরপর ২০১০ সালে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল ১ লক্ষ। তবে ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর তাঁর ফলোয়ারের সংখ্যা হু হু করে বেড়ে যায়৷ গত বছর জুলাইয়ে তা ৬ কোটি পেরোয়। আর এবার মাত্র ১ বছরের ব্যবধানে সক্রিয় রাজনীতিবিদদের তালিকায় সবাইকে অতিক্রম করে শীর্ষে উঠলেন প্রধানমন্ত্রী। তবে এখনও মোদির থেকে বেশ খানিকটা এগিয়ে আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১৩ কোটি। তবে তিনি এখন আর রাষ্ট্রপ্রধান নন। আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার ৯ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু তাঁর টুইটার অ্যাকাউন্টও চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ফলোয়ার সংখ্যার বিচারে মোদির ধারেকাছে তাই নেই বিশ্বের কোনও সক্রিয় রাজনীতিবিদই।

আরও পড়ুন- চুক্তিজট কাটাতে আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে দায়িত্ব ইস্টবেঙ্গলের

 

Previous articleসন্তানকে আইসিইউ বেড ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু মায়ের
Next articleটি-২০ সিরিজ জয় শ্রীলঙ্কার, ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয় লঙ্কানদের