Monday, November 10, 2025

এখনও থমথমে সীমান্ত, রাজ্যবাসীকে মিজোরামে না যাওয়ার পরামর্শ অসমের

Date:

রাজ্যবাসীকে মিজোরামে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিল অসম সরকার। সম্প্রতি দুই রাজ্যের সীমানায় যে হিংসার ঘটনা ঘটেছে, অসম থেকে কোনও পর্যটক মিজোরামে গেলে তাঁদের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে অসম সরকার।
সোমবার অসম-মিজোরাম সীমানায় দুই রাজ্যের পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় অসমের ৬ পুলিশকর্মী নিহত হন। আহত হয়েছেন ৪৫ জন। অসম সরকার বৃহস্পতিবারের ওই নির্দেশিকায় জানিয়েছে, সংঘর্ষের ঘটনার পরেও মিজোরামের কিছু পড়ুয়া, যুব সংগঠন এবং মিজো সমাজের কিছু মানুষ ক্রমাগত অসম সরকার এবং অসমের মানুষের বিরুদ্ধে প্রকোচনামূলক বিবৃতি দিচ্ছে। অসম পুলিশের সংগ্রহ করা ভিডিওতে দেখা যাচ্ছে যে মিজারামের বেশ কিছু মানুষ স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত।
সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করেই অসম প্রশাসন রাজ্যের মানুষকে মিজোরামে যেতে নিষেধ করছে। অসমের যে সব মানুষ কর্মসূত্রে মিজোরামে রয়েছেন তাঁদেরও সতর্ক থাকতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।
অসম এবং মিজোরাম রাজ্যে সীমানায় সংঘর্ষের পরে দুই রাজ্যের সমস্যা আলোচনা করে মেটানোর পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, বিবাদ মেটার বদলে সমস্যা আরও বাড়ল। অসম মিজোরাম যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে তো অন্যদিকে মিজোরামের দাবি, জাতীয় সড়ক অবরোধ করেছে অসম। মিজোরামে অর্থনৈতিক অবরোধ করে এই রাজ্যের মানুষকে ভাতে মারার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ।
প্রসঙ্গত, অসমের হাইলাকান্দি ও কাছার জেলার সঙ্গে মিজোরামের এই গোলমাল গত বছরে অক্টোবর থেকে শুরু হয়েছে। মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। চলতি বছরের মে মাসে অসম-নাগাল্যান্ড সীমানায় এই ধরণের একটি ঘটনা ঘটেছিল। সেখানে গুলি চলার ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর ছিল না। তারপর থেকে দুই রাজ্যের সরকার এই নিয়ে আলোচনাও করেছে। তবে সমাধান সূত্র মেলেনি।

 

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version