ভারতের দ্বিতীয় পদক, কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় দিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

টোকিও অলিম্পিক্সে(  Tokyo Olympics) ভারতের( india) হয়ে দ্বিতীয় পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা বোর্গোহাই( lovlina borgohain)। চলতি অলিম্পিক্সে বক্সিং এ অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি। ভারতের মেরি কমের পর লভলিনা দ্বিতীয় মহিলা বক্সার যিনি অলিম্পিক্সে পদকে এনে দিল ভারতকে।

টোকিও অলিম্পিক্সে মহিলাদের ওয়েল্টারওয়েটে দাপুটে জয় হাসিল করে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে লভলিনার সামনে ছিলেন চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিন। কিন্তু ম্যাচটিকে কার্যত একপেশে করে দেন লভলিনা। ম‍্যাচের শুরু থেকেই খেলায় দাপট দেখান তিনি।  শেষ অবধি বিচারকদের সিদ্ধান্তে ৪-১ ফলে জয়ী হন লভলিনা। আর এর জেরে অন্ততপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি।

গতকাল মেরি কমের বিতর্কিত হারের পর থেকেই মন খারাপ  ভারতবাসীর। কিন্তু শুক্রবার  দিনের শুরুতেই ভাল খবর দিলেন লভলিনা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleদেশে ফের বাড়ল সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৫৫
Next articleদিনহাটায় বোমা বিস্ফোরণ, গুরুতর জখম তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই