Wednesday, November 12, 2025

করোনায় মৃত আইনজীবীদের পরিবারকে আর্থিক সহায়তা করবে রাজ্য

Date:

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১৯ হাজার মানুষের৷ মৃতের তালিকায় আছেন অনেক আইনজীবীও। এবার সেই সব আইনজীবীদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার।

করোনায় আক্রান্ত হয়ে যেসব আইনজীবীর মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের হাতে ৫০ হাজার করে টাকা তুলে দেওয়া হবে। আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এই সংক্রমণের কারণে যেসব আইনজীবীর মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হবে। মূলত অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড থেকেই এই আর্থিক মূল্য তুলে দেওয়া হবে। মলয়বাবু এই ঘোষণা করেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবকে পাশে বসিয়ে৷ অশোকবাবু জানিয়েছেন, গত দেড় বছরে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ২০০ জন আইনজীবীর মৃত্যু হয়েছে৷

আইনমন্ত্রী বলেছেন, করোনা আবহেও বিপন্ন মানুষের স্বার্থে আইনজীবীদের কাজ চালিয়ে যেতে হয়েছে। আর সেই কাজ করতে গিয়েই অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই মারাও গিয়েছেন। আইনমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত আইনজীবী মারা গিয়েছেন তাঁদের পরিবারের জন্য যদি কিছু করা যায়। ওই নির্দেশ মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত আইনজীবী মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।ঊবার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব জানিয়েছেন, প্রয়াত আইনজীবী কোন আইনজীবী সংগঠনের
সঙ্গে যুক্ত ছিলেন, তা দেখা হবে না। তিনি এই রাজ্যেই প্র্যাকটিশ করতেন এটাই বিচার্য হবে। আইনমন্ত্রী বলেছেন, দিনকয়েকের মধ্যেই মৃত আইনজীবীদের পরিবারের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে।আইনজীবীর যে করোনায় মৃত্যু হয়েছে সেই সার্টিফিকেট সংযুক্ত করেই আবেদন করতে হবে এই ধরনের প্রত্যেক পরিবারকে। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডের অন্তর্ভুক্ত হন বা না হন, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন, এমন সব আইনজীবীর পরিবারের হাতেই এই টাকা তুলে দেওয়া হবে৷ রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন আইনজীবী সমাজ৷

আরও পড়ুন- রাজ্যেও এবার ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু, জানালো খাদ্য দফতর

 

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version