বাসুলিয়ার ক্ষতিগ্রস্ত লকগেট সংস্কারের উদ্যোগ বিধায়কের

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসুলিয়ার গলাপুল ও অমৃতবেড়িয়া এলাকা ।
ভরা বর্ষায় জলস্তর বাড়ায় খুলে দেওয়া হয়েছে লকগেট । বেশ কয়েকটি লকগেট ভেঙে পড়েছে ।
অতি সুরক্ষিত লকগেট উপচে এলাকার মধ্যে জল ঢুকে পড়েছে । হুগলি নদীতে এমন রেকর্ড উচ্চতার জলোচ্ছ্বাস এর আগে ঘটেনি বলে কর্তৃপক্ষের দাবি। প্লাবিত হয়েছে হুগলি নদীর তীরবর্তী বন্দর, জেটি, বিভিন্ন কারখানা এবং গ্যাস ও অয়েল টার্মিনাল। জলের তলায় চলে যাওয়ায় বিকল হয়ে যায় বহু যন্ত্রপাতি। শিল্পশহরের নদী তীরবর্তী ওয়ার্ডগুলি কার্যত এক কোমর জলের তলায় চলে যায়। বিভিন্ন শিল্প সংস্থায় নদী সংলগ্ন ক্যানেলের জল ঢুকে কাজ ব্যাহত হয়েছে । পুরসভার এলাকায় নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে ।
মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী শুক্রবার ক্ষতিগ্রস্ত লগগেট পরিদর্শন করেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে লকগেটগুলি প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন তিনি ।

 

Previous articleদক্ষিণের পরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি: পূর্বাভাস আবহাওয়া দফতরের
Next article‘মানসিক অবসাদ’এবং চোটের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন‍্য সরে দাঁড়ালেন স্টোকস